স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন আমার নেতৃত্বে নয়, এ দেশের ১৮ কোটি মজলুম মানুষের সম্মিলিত চেষ্টায় ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। আমরা মূল ক্রেডিট আল্লাহ তায়ালাকে দিই, আর জমিনের ক্রেডিট এদেশের সমস্ত জনগণের দেয়ার পক্ষে।
বুধবার সকালে রাজধানীর শাহবাগে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের কারামুক্তি উপলক্ষ্যে আয়োজিত শোকরানা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো। এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাব ইনশাআল্লাহ।
এসময় জামায়াত আমির বলেন, এটা কোন সভা না। মজলুম নেতার প্রাথমিক অভিব্যক্তি ব্যক্ত করার একটা আয়োজন ছিল। আমাদের এই ভাইয়ের বক্তব্য অচিরেই আরও বড় পরিসরে শুনবো ইনশাআল্লাহ। এই ঢাকায়ই শুনবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, যাকে মৃত্যুদণ্ড দিয়ে জুলুম করা হয়েছে, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন, সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন তার নেক হায়াত দান করেন, তিনি যেন সুস্থ থাকেন এবং জাতির প্রয়োজনে যেন তিনি তার দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.