‘সচিবালয়ের গেটেই দুর্নীতি, ভেতরের অবস্থা অজানা’’

নিজস্ব প্রতিবেদক: ঘড়ির কাটা তখন ঠিক ১২টা ৫০ মিনিট। সচিবালয়ে দুই নম্বর গেটে দাঁড়িয়ে আছি। কয়েক সেকেন্ডের ব্যবধানে ত্রিশোর্ধ এক ভদ্রলোক পাশে এসে জিজ্ঞাসা করলেন, ‘ভাই ভেতরে যাবেন?’ বাহ্, মেঘ না চাইতেই বৃষ্টি। গেট পাশ ছাড়া আদৌ সচিবালয়ে প্রবেশ করা যায় কি না বা পাস ছাড়া কেউ সচিবালয়ে প্রবেশ করতে পারে কি না সেটা অবলোকন করাই আমার মিশন। কিন্তু সেটা এতো দ্রুত! কথা না বাড়িয়ে চলুন এবার মূল গল্পে যাই।

ভদ্র লোককে জিজ্ঞাসা করলাম, ভেতরে যাওয়ার প্রক্রিয়া কী?’ পাল্টা প্রশ্ন ‘আগে কখনো গেছেন?’ না, সচিবালয়ে আজকেই প্রথম। সমস্যা নাই আমি পাস ব্যবস্থা করে দেবে। সেখান থেকে আমাকে দ্রুত সচিবালয়ের ভেতরে নেয়ার চেষ্টা। কিন্তু আমার পুরো প্রক্রিয়া জানা দরকার। আবার জিজ্ঞাসা করি ‘ভেতরে যাওয়ার প্রক্রিয়া কী?’ বললে আমার জানা হলো আরকি। ভদ্র লোক উত্তর দিলেন আমার লোক আছে। আসেন আপনার প্রবেশের ব্যবস্থা করে দেই। আবার আমাকে ভেতরে নেয়ার চেষ্টা। আমি বললাম, আমার সাথে আরেকজন আছে, উনি আসতেছেন। আমরা দুজনই যাবো। ‘আচ্ছা, সমস্যা নাই। উনি কত দূরে?’ আসতেছে। এখনই চলে আসবে।’

এখন আমার করণীয় সম্পর্কে জানতে চাইলে ভদ্র লোক জানান, জন প্রতি তারা পাঁচশ টাকা নেন। আপনাদের দুজনের জন্য এক হাজার টাকা দিতে হবে। ‘আসেন, আমার সাথে আসেন।’ আমি একটু সময় ক্ষেপণ করার চেষ্টা করি। আমার সাথে আরেকজন আছে যে…,, এবার ভদ্র লোকের নাম জিজ্ঞাসা করি। সাথে এটাও জানাই যে, আমাদের কাজের জন্যই হয়তো আরও আসতে হতে পারে। এবার ভদ্র লোক নিজের নাম জানালেন। বললেন, নিজাম। পরবর্তীতে আসলে জানাবেন, ব্যবস্থা করে দেবে।’ সাথে সাথে ফোন নম্বর দিয়ে দিলেন। মোবাইলে নম্বর তুলে যাচাই করে নিলাম নম্বর ঠিক আছে কি না। না, ভদ্র লোক তার সঠিক নম্বরই দিয়েছেন। কথা চূড়ান্ত হলো। এবার ভেতরে যাওয়ার পালা। দুজনে রাস্তা থেকে ভেতরের দিকে গেলাম। ভেতরে ঢুকে আমাকে পাশে রেখে ভদ্র লোক (নিজাম) দায়িত্বরত এক পুলিশ সদস্যের সঙ্গে কথা বললেন। কথা চূড়ান্ত হলো। এবার আমার টাকা দেয়ার পালা। সাথে সাথে আমার পরিচয়পত্র দেখালাম। পরিচয়পত্র দেখার সাথে সাথে ভদ্র লোক (নিজাম) বুঝতে সময় নেননি। চট করেই সটকে পড়লেন।

এই পুরো বিষয়টি যেখানে ঘটেছে এর চারপাশে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্য এবং বিশেষ শাখা (এসবি’) এর সদস্যরা দায়িত্বরত। এদের সামনেই ঘটেছে এসব।

বিষয়টি নিয়ে কথা বললে পাস ছাড়া ভেতরে প্রবেশের কোন সুযোগ নেই বলে দাবি তাদের। টাকা দিয়ে পাস পাওয়ার সম্ভাবনাকেও নাকচ করেন।

নরসিংদী থেকে সচিবালয়ে এসেছেন শামীমা আক্তার। মেয়ে চট্টগ্রামে মেডিকেল হাসপাতালে চাকরি করেন, জামাই ঢাকায়। মেয়ের বদলির ব্যাপারে সচিবালয়ে এক মন্ত্রীর সুপারিশ নিতে এসেছেন তিনি। মন্ত্রী সম্পর্কে তার আত্মীয়। ভেতরে প্রবেশের পাস দিয়েছেন।

টাকা দিয়েও দালালের মাধ্যমে সচিবালয়ে প্রবেশের পাস পাওয়া যায়- বিষয়টি জানেন কি না জানতে চাইলে তিনি ‘না’ সূচক জবাব দেন। সাথে সাথে বললেন, ‘সচিবালয়ের গেটেই দুর্নীতি, ভেতরের অবস্থা অজানা!’

টাকা দিয়ে সচিবালয়ের গেট পাস পাওয়ার বিষয়টি জেনে বিস্ময় প্রকাশ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ড. লিপিকা ভদ্র। পাস ব্যতীত সচিবালয়ে প্রবেশের কোন সুযোগই নেই বলে দাবি তার।

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থেই সচিবালয়ে প্রবেশের বেলায় আমরা আগের চেয়ে এখন আরও কড়াকড়ি করেছি। কেউ ওটিপি নিশ্চিত না করলেও প্রবেশের সুযোগ পাবেন না। এটাকে আরও ডিজিটালাইজ করার জন্য আমরা টেন্ডার দিয়েছি। এটাকে আমরা আরও আধুনিকায়ন করতে চাই। যদিও শর্ত অনুযায়ী এবার আমরা টেন্ডার পাইনি।

টাকা দিয়ে পাস পাওয়া গেলে সচিবালয়ে নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে কি না জানতে চাইলে ড. লিপিকা ভদ্র বলেন, অবশ্যই নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে। কারা এসব করছে, কীভাবে এ সমস্ত ঘটনা ঘটছে সে ব্যাপারে আমরা অবশ্যই খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘নির্বাচন অত্যন্ত অবাধ ও সুষ্ঠুভাবে হয়েছে’’

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত অবাধ ও সুষ্ঠুভাবে হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এরপরও অনেকেই

ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থেকে পরিচ্ছন্নতার ওপর নজর দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে পরামর্শ

তিন অভিযোগে জেনারেল আজিজের বিরুদ্ধে স্যাংশন দিল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে জেনারেল আজিজ এবং তার পরিবারের সদস্যরা মার্কিন

ভারতের গুজরাটে ভয়াবহ আগুনে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটের রাজকোটের একটি গেমিং জোনে আগুন লেগে অন্তত ২৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৯ শিশুও রয়েছে। শনিবার (২৫ মে’) সন্ধ্যায় ভয়াবহ

প্রশাসনিক কর্মকর্তা ফারুকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ ও জন্ম সনদ সংশোধনে সেবাগ্রহীতার কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে ইউপি

রাজশাহীতে বৈষম্যমুক্ত নগরের দাবিতে আলোচনা সভা 

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে যুব নেতৃবৃন্দ এবং স্থানীয় সামাজিক সচেতন নাগরিকগণের অংশগ্রহণমূলক বৈঠকে একটি বৈষম্যমুক্ত নগর নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।