রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দীয় স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় প্রধান মাশরাফি সরকার বলেছেন, বাংলাদেশে নতুন স্বাধীনতা অর্জন করতে আমাদের অনেক ভাই-বোনদের রক্ত দিতে হয়েছে। শুধু শিক্ষার্থীরাই আন্দলোন করেন নি। সকল শ্রেণী পেশার মানুষের আত্মত্যাগের বিনিময়ে ২০২৪ এর এই বিপ্লব সম্ভব হয়েছে। এটি ছিল সম্মিলিত বিপ্লব। নতুন বাংলাদেশে স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।
সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে 'জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারে সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। মতবিনিময় সভা আয়োজন করে রায়গঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতসহ অংশগ্রহণ করা প্রতিটি মানুষই আমাদের সবার মাথার মুকুট। নিজেদের অধিকার আদায়ের জন্য দল মত নির্বিশেষে যারা এই আন্দোলনে অংশ গ্রহন করেছে তাদের কাছে আমরা চির কৃতজ্ঞ। তাদের পাশে সর্বদা দেশবাসী থাকবে এমনটাই দাবি করেন তিনি।
উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ এর সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা সমন্বয়ক সালমান জোয়ারদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দীয় স্বাস্থ্য বিষক উপ কমিটির সদস্য মুনতাসীর মেহেদী হাসান, নিটোর হাসপাতালের ছাত্র প্রতিনিধি রিফাত লোদী, মুসা হাসেম, শহীদ এম মুনছুর আলী মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান, রায়গঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফয়সাল বিশ্বাস, ফাহিম বিশ্বাস, ইশরাত জাহান এশা, আশিক, সাব্বির, নোমান প্রমুখ।
এ সময় আহত শিক্ষার্থী এবং শহীদদের পরিবারে আন্দোলনের সময়ের ঘটে যাওয়া নানা ভয়ংকর কাহিনীর উপস্থাপন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ও নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।