সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে আগামীকাল (২৮ নভেম্বর) বৃহস্পতিবার থেকে তিনব্যাপী জেলা ইজতেমা, ফজর নামাজের শেষে আম বয়ানের মধ্যে দিয়ে এই ইজতেমা শুরু হবে। সিরাজগঞ্জ যমুনা নদীর হার্ড পয়েন্ট এলাকায় অবস্থিত ইজতেমার মাঠে সরেজমিনে গিয়ে দেখাযায়, তাবলীগ জামাতের সাথীরা দ্রুত কাজ করে সকল প্রস্তুতিমূলক শেষ করেছে।
সিরাজগঞ্জ জেলার ফয়সালা ও শুরার পক্ষে ডা: এস এম নাজিম উদ্দীন জানান,মহান আল্লাহ পাকের প্রতি আমাদের সন্তুষ্টি অর্জন করা ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামের,দিন,ইসলাম ও সুন্নাত প্রচারের জন্য প্রতি বছরের ন্যায় এবারও সিরাজগঞ্জ জেলা ইজতেমা যমুনা নদীর হার্ড পয়েন্ট এলাকায় একই জায়গায় অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার হইতে শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ জেলা ইজতেমা শেষ হবে। এ বছরে বিদেশি জামাত থাকবে বিশেষ করে ইন্দোনেশিয়া,মালয়েশিয়া,
থাইল্যান্ডসহ সিরাজগঞ্জ জেলার প্রতিটি উপজেলার প্রায় ২ লাখ মুসুল্লিয়ানগন উপস্থিত হবে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলা ইজতেমাকে সফল করার জন্য সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তিনব্যাপী জেলা ইজতেমা সফল করতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন তাবলীগ জামাতের সাথী ভাইয়েরা।'