‘সংসদ সদস্য বনাম ডিসি’

নিজস্ব প্রতিবেদক: চারদিন ব্যাপি ডিসি সম্মেলন আজ শেষ হলো। ডিসি সম্মেলনে বিভিন্ন বিষয়ে ডিসিদের করণীয় এবং তাদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ডিসি সম্মেলনের উদ্বোধনের দিনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে সুনির্দিষ্ট কিছু দায়িত্ব এবং সতর্ক বাণী দিয়েছেন। তবে এবারের ডিসি সম্মেলনে সবকিছু ছাপিয়ে যে মূল বিষয়টি সামনে এসে দাঁড়িয়েছে তা হলো একটি জেলার নিয়ন্ত্রণ কার কাছে থাকবে একজন ডিসির কাছে, না একজন সংসদ সদস্যের কাছে।’

একাধিক সংসদ সদস্য বলেছেন যে, ডিসিদেরকে জেলা প্রশাসক বলাটাই আপত্তিকর এবং অসাংবিধানিক। কারণ ডিসি কখনোই জেলা প্রশাসক হতে পারেন না। উল্লেখ্য যে, ডিসি সম্মেলনের আগে মন্ত্রিপরিষদ সচিবকে সাংবাদিকরা ‘ডিসিরা কেন জেলা প্রশাসক’ সেই প্রশ্নটি করেছিলেন। কিন্তু সেই প্রশ্নের তিনি উত্তর দিতে পারেননি’।

সংসদ সদস্যরা মনে করেন যে, ডিসি সম্মেলনে যেভাবে মাঠ কর্মকর্তাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে, তাদেরকে যেভাবে বিভিন্ন ইস্যু তদারকি করার জন্য ক্ষমতা দেওয়া হচ্ছে তাতে সংসদ সদস্যদের ক্ষমতা খর্ব হবে। তবে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী বলেছেন যে, ডিসিরা প্রশাসনিক দায়িত্ব পালন করেন, সংসদ সদস্যদের দায়িত্ব হলো আইন প্রনয়ন করা এবং জনপ্রতিনিধি হিসেবে জনগণের বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড দেখভাল করা। আর তাই দু’টির মধ্যে কে ক্ষমতাবান এ প্রশ্নটি অবান্তর।

তারা মনে করেন যে, সংসদ সদস্য হলেন জনগণের নির্বাচিত প্রতিনিধি। কাজেই স্থানীয় প্রশাসন সংসদ সদস্যদের পরামর্শ, উপদেশ যদি ন্যায় সঙ্গত হয় সেটি শুনবেন। প্রশাসনিক ব্যাপারে সংসদ সদস্যরা হস্তক্ষেপ করবেন না এটি প্রত্যাশিত। তবে গত কয়েক বছর ধরে দেখা গেছে যে, জেলায় ডিসিরা ক্ষমতার অপব্যবহার করছেন, তারা সংসদ সদস্যদের পাত্তাই দিচ্ছেন না, এমনকি কোন কোন বিষয়ে সংসদ সদস্যদের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করারও প্রবণতা নেই ডিসিদের।

অনেক স্থানে দেখা গেছে যে, ডিসিরা সংসদ সদস্যদের কথা-তো শুনেনই না, তাদের ফোন পর্যন্ত ধরেন না। এ বিষয়গুলো নিয়ে গত ৫ বছরে জাতীয় সংসদে বহুবার হুলস্থুল হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এ বিষয়টি অমিমাংসিতই রয়ে গেছে। যেহেতু প্রতিটি জেলার দায়িত্ব এখন একজন সচিবকে দেয়া হয়েছিলো সেহেতু ডিসিরা সরাসরি সচিবদের প্রতি আনুগত্য প্রকাশ করতো এবং নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে গুরুত্ব দিতো না। কিন্তু নতুন সরকার গঠিত হওয়ার পর আগের যে দায়িত্ব বণ্টন তা আপনা আপনি বাতিল হয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে। আর সেটি যদি হয় তাহলে এখন সচিবরা আর জেলার দায়িত্বে নাই।’

অনেকেই মনে করেন, যেহেতু প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে বিভিন্ন জেলার অবস্থান লক্ষ্য রেখেছেন, সেকারণে মন্ত্রীদেরকেই এবার জেলার দায়িত্ব দেওয়াটা উচিত হবে। তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী কি সিদ্ধান্ত নিবেন সেটি তার ব্যাপার। কিন্তু জেলার দায়িত্বে যদি সচিবরা থাকে তাহলে ডিসিদের মাঠ পর্যায়ে দৌরাত্ব কমবে না। জেলায় তারা সর্বেসর্বা হয়ে উঠবে এবং সব বিষয়ে নাক গলিয়ে জনপ্রতিনিধিদেরকে উপেক্ষা করবেন। নতুন সরকারের নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। এই নতুন সরকার প্রথম ডিসিদের নিয়ে সম্মেলন করলো। এখন সকলে মনে করে যে, মাঠে একটা শৃঙ্খলা আনার জন্য জনপ্রতিনিধি এবং ডিসিদের পারস্পারিক শ্রদ্ধা এবং মর্যাদার সম্পর্ক ধাকা উচিত।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ওয়াজ মাহফিল সরকারিভাবে মনিটরিংয়ের অনুরোধ’

নিজস্ব প্রতিবেদক: দেশে যেসব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে সেগুলো সরকারিভাবে মনিটরিং করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন আলিয়া ধারার মাদ্রাসা প্রধানরা। তারা বলছেন, সারা দেশে প্রায়

সংরক্ষিত আসনে প্রথমদিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ৮১০ জন

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি’) প্রথম দিনে ৮১০টি ফরম বিক্রি

‘সংরক্ষিত আসনে মনোনয়ন: কোন্দল বাড়াবে আওয়ামী লীগে’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ ৪৮ টি সংরক্ষিত আসনের জন্য গতকাল তাদের মনোনয়ন চূড়ান্ত করেছে। ৪৮ টি আসনে যারা মনোনয়ন পেয়েছেন, তাদের অধিকাংশই বিভিন্ন স্থানীয় এবং

ভুঞাপুর স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে অভ‌্যন্ত‌রীন কোন্দ‌লে চিকিৎসা সেবা ব্যাহত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভুঞাপু‌র স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে অভ‌্যন্ত‌রীন কোন্দ‌লের কার‌ণে তালা ঝু‌লি‌য়ে দেয়া হ‌য়ে‌ছে। এতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। শতশত রোগী চি‌কিৎসা না পে‌য়ে ফি‌রে

এবার যেভাবে আটক হলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর

ঠিকানা টিভি ডট প্রেস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে ঢাকা‌ মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১১ টায় বেইলী রোডের

খালেদা জিয়াসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৮ মে’

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭ আসামির বিরুদ্ধে আগামী ২৮ মে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।