সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে পাঁচটি বিষয়ে অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহীদের মধ্যে ফরম বিক্রি শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ। আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি করা হবে। এদিকে সংরক্ষিত আসনে মনোনয়ন কারা পাবেন না পাবেন তা ঠিক করার কাজ করছে। আরও নির্দিষ্ট করে বললে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এই কাজটি করছেন। আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে যে আসন পেয়েছে সেই আসন সমানুপাতিক হারে ৩৭ টি সংরক্ষিত আসনে তারা মনোনয়ন দিতে পারবে। আর স্বতন্ত্ররা যে আসনগুলোতে বিজয়ী হয়েছেন সেখান থেকে ১১ টি আসনে মনোনয়ন দিতে পারবেন স্বতন্ত্ররা। জাতীয় পার্টি মনোনয়ন দিতে পারবে দুই আসনে।

আওয়ামী লীগের যে ৩৭ জন নারী সংসদ সদস্য মনোনয়ন পাবেন বা নারী সংসদ সদস্য হিসেবে সংসদে যাবেন, তারা কোন যোগ্যতার ভিত্তিতে যাবেন-এ ব্যাপারে আওয়ামী লীগের নীতি নির্ধারক মহল পাঁচটি বিষয়কে চূড়ান্ত করেছে। যে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে একজন নারী সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হবে তার মধ্যে রয়েছে;

১. আগে কখনও সংসদ সদস্য হননি: যারা আগে কখনও সরাসরি ভোটে কিংবা সংরক্ষিত নারী কোটায় সংসদ সদস্য হননি, তারা সংরক্ষিত কোটায় প্রথম অগ্রাধিকার পাবেন।

২. প্রবাসী বাঙালি: সংরক্ষিত নারী আসনে প্রবাসী বাঙালিদেরকে আওয়ামী লীগ মনোনয়ন দেবে না বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। যারা দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন কিন্তু দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে ইচ্ছুক এমন প্রার্থীদের আওয়ামী লীগ মনোনয়ন দেবে না বলে জানা গেছে।’

৩. শৃঙ্খলা ভঙ্গের জন্য কেউ বহিষ্কৃত হলে: দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কেউ কোন সময় দল থেকে সাময়িক বহিষ্কৃত হয়েছেন কিন্তু এখন আবার দলে সক্রিয় আছেন এবং নারী আসনে মনোনয়ন পেতে চেষ্টা তদবির করছেন এমন প্রার্থীদেরকেও আওয়ামী লীগ এবার মনোনয়ন দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

৪. কখনও দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থীতা: স্থানীয় সরকার নির্বাচন বিশেষ করে উপজেলা বা জেলা পরিষদ নির্বাচনে কখনও দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী ছিলেন বা নির্বাচন করেছেন এ ধরনের প্রার্থীদেরকেও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে না।

৫. ফৌজদারি মামলায় দণ্ডিত: সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে আওয়ামী লীগ পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজকে গুরুত্ব দেবে বলে জানা গেছে। আর এ কারণে এবার কেউ কখনও কোন ফৌজদারি মামলায় দণ্ডিত হয়েছেন এমন কাউই মনোনয়ন পাবেন না এটা নিশ্চিত।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো বিবেচনা করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী সংসদ সদস্যদের তালিকা চূড়ান্ত করবেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশে ফিরলেন মাহমুদুর রাহমান

ঠিকানা টিভি ডট প্রেস: আওয়ামী লীগের শাসনামলে কারাবন্দি ও নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান দেশে ফিরেছেন। শুক্রবার সকাল ৯টায় একটি ফ্লাইটে

নিহত সেনা সদস্য শরীফুলের সিরাজগঞ্জের বাড়িত চলছ শোকের মাতম

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সদস্য শরীফুল ইসলামের বাড়িতে চলছে শোকের

অনেক সাংবাদিক স্বৈরাচারের দোসর হয়ে পড়েছিল : প্রেস সেক্রেটারি

ডেস্ক রিপোর্ট: অন্তবর্তীকালীন সরকার মোট ৪৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে। তাদের মধ্যে প্রতিবেদকের পাশাপাশি পত্রিকার সম্পাদক ও টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তাও (সিইও)। রয়েছেন। এসব

বিএনপি নেতা মিলন ও হৃদয়ের হত্যার হুমকি থেকে বাঁচতে প্রভাষক কুতুব উদ্দিনের বিভিন্ন দপ্তরে চিঠি

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিলন সরকার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী

আবার মাঠে ইউনূস

নিজস্ব প্রতিবেদক: নিজের মামলা থেকে বাঁচার জন্য আবার নতুন করে মাঠে নেমেছেন ড. মুহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অঙ্গনে তিনি বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে অপপ্রচার শুরু করেছেন।

‘রাজনীতির মাঠ উত্তপ্ত হচ্ছে উপজেলা নির্বাচনকে ঘিরে’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে ৮ মে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের