‘সংরক্ষিত আসনে মনোনয়ন: কোন্দল বাড়াবে আওয়ামী লীগে’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ ৪৮ টি সংরক্ষিত আসনের জন্য গতকাল তাদের মনোনয়ন চূড়ান্ত করেছে। ৪৮ টি আসনে যারা মনোনয়ন পেয়েছেন, তাদের অধিকাংশই বিভিন্ন স্থানীয় এবং জাতীয় পর্যায়ে পরিচিত ব্যক্তি এবং রাজনৈতিক অঙ্গনের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত। তবে আওয়ামী লীগের যে অভ্যন্তরীণ কোন্দল সেই অভ্যন্তরীণ কোন্দলে এদের কারও কারও সম্পৃক্ততা আছে। বিশেষ করে ৭ জানুয়ারি নির্বাচন কেন্দ্রিক যে আওয়ামী লীগের বিভক্তি বিভাজন সেই বিভাজনে সংরক্ষিত আসনে বিজয়ী নারী সংসদ সদস্যদের মধ্যে কারও কারও ভূমিকা রয়েছে। কেউ কেউ কোন পক্ষে অবস্থান করছেন। ফলে এদের মনোনয়ন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এবং বিরোধ আরও বাড়াবে কিনা সেই প্রশ্ন উঠেছে।

৭ জানুয়ারির নির্বাচন আওয়ামী লীগ তার নেতাকর্মীদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল। যারা মনোনয়ন পাননি তাদের স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ ছিল। এই সুযোগে অনেকে নির্বাচন করেছেন। এর ফলে নির্বাচন উৎসবমুখর অংশগ্রহণমূলক হয়েছে এটি যেমন সত্যি, তেমনই এই স্বতন্ত্র নির্বাচন আওয়ামী লীগের বিভক্তি বিভাজন আরও তীব্র করেছে। সারা দেশে আওয়ামী লীগের কোন্দল ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ, সহিংসতায়, প্রাণ হারিয়েছেন অনেকেই। এরকম বাস্তবতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার অতীত যা হবার তা হয়ে গেছে, ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং সর্বশেষ তিনি দলের বর্ধিত সভাতেও এই একই আহ্বান জানান। কিন্তু সেই আহ্বানে সাড়া দিয়ে কেউ এখন পর্যন্ত সহিংসতা কমিয়েছে বা স্বাভাবিক অবস্থানে ফিরে এসেছে এমন কোন নজির পাওয়া যায়নি। তবে সংরক্ষিত আসনে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে, তাদের কেউ কেউ মনোনয়ন পাওয়ায় তাদের এলাকায় এই বিরোধ আরও বাড়বে বলে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন।

মুন্নুজান সুফিয়ানকে মনোনয়ন দেওয়া হয়েছে খুলনা। খুলনায় মুন্নুজান সুফিয়ান এর আগে সরাসরি ভোটে নির্বাচিত হয়েছিলেন। এবার জনমত জরিপে তিনি পিছিয়ে থাকে তার বদলে এস এম কামাল হোসেনকে মনোনয়ন দেয়া হয়। এস এম কামাল হোসেনকে মনোনয়ন দেওয়ার পর মুন্নুজান সুফিয়ানের সমর্থকরা সেখানে প্রতিবাদ বিক্ষোভ করে। সড়ক অবরোধের কর্মসূচিও পালন করেছিল। এখন মন্নুজান সুফিয়ানও এমপি হলেন। এর ফলে এস এম কামাল হোসেনের কর্মীদের সঙ্গে মুন্নুজান সুফিয়ানের কর্মীদের বিরোধ বেড়ে যেতে পারে এমন ধারণা করছেন অনেকে।

মেহের আফরোজ চুমকি পরাজিত হয়েছিলেন আওয়ামী লীগের আরেক নেতা ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামানের কাছে। আখতারুজ্জামান মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেন এবং মেহের আফরোজ চুমকিকে হারিয়ে দেন। সেখানে আওয়ামী লীগ এমনিতেই দ্বিধাবিভক্ত রয়েছে। এখন চুমকি আবার নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা স্পষ্টতই সেখানে দ্বিধাবিভক্ত হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

বরিশাল থেকে শাম্মী আহমেদ ছিলেন আওয়ামী লীগের মূল প্রার্থী। কিন্তু নাগরিকত্ব জটিলতার কারণে তিনি শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। কিন্তু নির্বাচনের আগে থেকেই তার সঙ্গে পঙ্কজ দেবনাথের বিরোধী একটি প্রকাশ্য বিষয়। এখন শাম্মী আহমেদ আবার নির্বাচিত হলেন। এর ফলে পঙ্কজ-শাম্মী বিরোধ বরিশালকে উত্তপ্ত করে তুলতে পারে বলে অনেকে আশা করছেন।’

ঢাকা-৪ আসনে সানজিদা খানম পরাজিত হয়েছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বীও আওয়ামী লীগের ড. আওলাদ হোসন। যিনি এক সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ৭ জানুয়ারি নির্বাচনের পর সেখানে আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত অবস্থায় আছে। এখন সানজিদা খানম আবার সংরক্ষিত কোটায় এমপি হওয়ায় সেখানে আওয়ামী লীগের কোন্দল বাড়বে বলেই অনেকে মনে করছেন। এরকম বিভিন্ন স্থানে যারা প্রার্থী হতে চেয়েছিলেন বা হতে পারেনি বা নির্বাচনে হেরেছেন তাদের সঙ্গে আওয়ামী লীগের যারা নির্বাচিত হয়েছেন বা হননি তাদের বিরোধ এখন আরও জোরালো হবে কেউ কেউ শঙ্কা প্রকাশ করছেন। তবে আওয়ামী লীগের নেতারা বলছেন যে, সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়ার ফলে বিরোধ বাড়বে না। প্রধানমন্ত্রী যেহেতু পরামর্শ দিয়েছেন সকলে মিলেমিশে কাজ করার জন্য সেজন্য আমরা প্রত্যাশা করি সকলে মিলেমিশে দেশের জন্য কাজ করবে, উন্নয়নের জন্য কাজ করবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে জামায়াতের ইফতার মাহফিল উদ্যোগে অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা বিনোদ ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৯ রমজান )

সুদান : কুকুর লাশ খাচ্ছে, এই দৃশ্যের চেয়ে বাড়ির ভেতর কবর ভালো

সুদানে সামরিক ও আধা-সামরিক বাহিনীর সংঘাত থামছেই না। দেশটির রাজধানী খার্তুমের দখল নিয়ে চলা লড়াইয়ের কারণে শহরের বাসিন্দারা এমন এক সমস্যার মধ্যে পড়েছেন যা তারা

১৭ এমপি নজরদারিতে

নিজস্ব প্রতিবেদক: আনার হত্যাকাণ্ডের পর নজরদারিতে রয়েছেন ১৭ এমপি। এই ১৭ এমপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অবৈধ তৎপরতা, অন্যায় এবং নানা রকম অপকর্মের অভিযোগ রয়েছে। তাদের

গরুর গুঁতা খেয়ে আহত ২০০, চিকিৎসা দিতে হিমশিম ডাক্তারদের

নিজস্ব প্রতিবেদক: কোরবানি করতে গিয়ে গরুর লাথি ও গুঁতা খেয়ে হাত ও পায়ের হাড় ভেঙে আহত হয়েছেন অনেকে। আবার অনেকের হাত-পায়ের রগ কেটে গেছে। এদের

ড.ইউনূসের মামলা পর্যালোচনা চান শতাধিক নোবেলজয়ী’

ঠিকানা টিভি ডট প্রেস: শ্রম আইন লঙ্ঘনে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রায় ও দুদকের মামলায় উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শতাধিক নোবেলজয়ীসহ বিভিন্ন দেশের

বাঁশখালীতে পরকিয়ার জেরে অগ্নিকান্ড: ১২ বসতঘর পুড়ে ছাই, আহত ১

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকান্ডে ১২ বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।