নিজস্ব প্রতিবেদক: আজ অনুষ্ঠিত আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে সংরক্ষিত আসনে ৪৮ জন নারী প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে। বিকেলে তাদের নাম ঘোষণা করা হয়। যারা আওয়ামী লীগের মনোনয়ন পেলেন তারা হলেন; তারানা হালিম (টাঙ্গাইল), সানজিদা খানম (ঢাকা), নাজমা আক্তার, ফরিদা ইয়াসমীন (নরসিংদী), মুন্নুজান সুফিয়ান (খুলনা), রোকিয়া সুলতানা, নাজনীন নাহার, আশিকা সুলকানা, দ্রৌপদী দেবী (ঠাকুরগাঁও), কুহেলী কুদ্দুস (নাটোর), শাম্মী আহমেদ (বরিশাল), আশিকা সুলতানা (নীলফামারি), রুনি রেজা, মেহের আফরোজ চুমকি (গাজীপুর), হাসিনা বারি, নাজমা আক্তার, ড.রোকেয়া সুলতানা (জয়পুরহাট), জেবিন মাহমুদ (চাঁপাইনবাবগঞ্জ)।
বুধবার (১৪ ফেব্রুয়ারি') বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদের নির্ধারিত ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৮টি (দলীয় স্বতন্ত্রদের ১০টিসহ) পাবে আওয়ামী লীগ। এই ৪৮টি আসনের বিপরীতে ১৫৪৯ নারী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৬-৮ ফেব্রুয়ারি প্রতিটি ৫০ হাজার টাকা মূল্যের মনোনয়ন ফরম বিক্রি করে দলের আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.