নিজস্ব প্রতিবেদক: পাম্পে তেল বিক্রিতে অনিয়েমর অভিযোগ পেয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার হয়েছেন দেশ রূপান্তরের দুই সাংবাদিক। রবিবার (২১ এপ্রিল') বিকেলে সাড়ে ৩টার দিকে রাজধানীর পরীবাগে পূর্বাচল ট্রেডার্স তেল পাম্পে হামলার এ ঘটনা ঘটে।
হামলায় নেতৃত্ব দেন ওয়াহিদুজ্জামান খোকন নামের এক ব্যক্তি। তিনি নিজেকে ওই পাম্পের মালিক বলে দাবি করেন। এ সময় তার সঙ্গে ৯-১০ জন হামলায় অংশ নেন।
ঘটনার প্রাথমিক তদন্তে হামলার সত্যতা পেয়েছে পুলিশ। পাম্পে কর্মরত কর্মচারীরাও পুলিশের কাছে হামলার বিষয়টি স্বীকার করেছেন।
হামলার শিকার নাসিমুল আহমেদ শুভ ও নিহার সরকার অংকুর দেশ রূপান্তর মাল্টিমিডিয়া সাংবাদিক। এ বিষয়ে শাহবাগ থানায় অভিযোগ করা হয়েছে'।
আহত নাসিমুল আহমেদ শুভ বলেন, পেশাগত জায়গা থেকে অনিয়মের ভিডিও ধারণ করছিলাম। সে সময় রিপোর্টার প্রশ্ন করায় তারা ক্ষিপ্ত হয়ে আমার মোবাইল ফোনটি কেড়ে নেয়। আমি বাঁধা দিলে আমার ওপর হামলা চালায় তারা।'
শুভ জানিয়েছেন, হামলায় তিনি মাথায় এবং গলায় আঘাত পেয়েছেন। তার মোবাইল ফোন থেকে ধারণকৃত ভিডিও ডিলিট করে হামলাকারীরা মোবাইল ফোনটি ভেঙে ফেলে।
হামলার শিকার আরেক সাংবাদিক নিহার সরকার অংকুর বলেন, তেল বিক্রির জন্য ডিজিটাল মেশিন ব্যবহার না করে এনালগ পদ্ধতিতে তেল বিক্রি করছিলেন তারা। এতে তেলের পরিমাপে কারচুপি করা হচ্ছিল। ভোক্তাদের ঠকাচ্ছিলেন পাম্পের মালিকপক্ষ। এসব অনিয়ম নিয়ে প্রশ্ন করার সময় সহকর্মী শুভ সেটি ভিডিও করছিলেন। তারা শুভর মোবাইল নিয়ে ভেঙে ফেলে তার ওপর হামলা চালায়। ঘটনার সময় পুলিশকে ফোন দিতে গেলে তারা আমাকে আঘাত করে।'
এদিকে এ ঘটনায় শাহবাগ থানায় অভিযোগ করা হলে ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ। প্রাথমিক তদন্তে হামলার সত্যতা পেয়েছে তদন্ত কর্মকর্তা।
তদন্তের দায়িত্ব পাওয়া পুলিশ কর্মকর্তা মাইনুল ইসলাম খান পুলক বলেন, 'আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার প্রাথমিক সত্যতা পেয়েছি। আগামীকালের মধ্যে পরবর্তী পদক্ষেপ হবে। এ ছাড়া হামলা করার বিষয়টি স্বীকারও করেছে পাম্পে কাজ করা ব্যক্তিরা।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.