সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের বুম কেড়ে নিয়ে ভেঙ্গে ফেললেন স্বাস্থ্য কর্মকর্তা

জুয়েল রানা: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের নানা অনিয়মের বিষয়ে প্রতিবেদন তৈরি করতে রোগীর বক্তব্য নেওয়ার সময় সাংবাদিকের মাইক্রোফোন (বুম), স্ট্যান্ড ও মোবাইল কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলার অভিযোগ ওঠেছে। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোমেনা পারভীন পারুলের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

এ সময় ক্যামেরা স্ট্যান্ড দিয়ে মুকুল হোসেন নামে এক সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়েছে। সোমবার বিকেলে কাজিপুর ৩১ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকার আমলে এডহক থেকে মেডিকেল অফিসার পদে নিয়োগ পাওয়া মোমেনা পারভীন পারুল ২০২০ সালে কাজিপুর উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পান। এই পদে থেকে বিগত ৫ বছর ধরে তিনি অনিয়ম-দুর্নীতি করে আসছেন। এছাড়াও দায়িত্ব পালন কালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমকে পিতা বানিয়ে ব্যাপক দাপটে চলেছেন এই কর্মকর্তা। এ-সংক্রান্ত সংবাদও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।

এসব নিয়ে প্রতিবেদন তৈরি করতে সোমবার বিকেলে এশিয়ান টিভির কাজিপুর উপজেলা প্রতিনিধি রাব্বি হাসান হৃদয় ও দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার রিপোর্টার মুকুল হোসেন হাসপাতাল যান। তারা রোগী ও স্বজনদের সাক্ষাৎকার নিচ্ছেন এমন খবর পেয়ে ডা. মোমেনা পারভীন পারুল নিজের কক্ষ থেকে বের হয়ে প্রথমে তাদের মাইক্রোফোন (বুম) কেড়ে নেন। এরপর ক্যামেরা স্ট্যান্ড কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং ভিডিও তোলার কাজে ব্যবহৃত মোবাইল ফোনও কেড়ে নেন।

এশিয়ান টেলিভিশনের কাজিপুর প্রতিনিধি রাব্বি হাসান হৃদয় বলেন, কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতি নিয়ে ভিডিও প্রতিবেদন তৈরি করতে সেবা গ্রহীতাদের ভিডিও সাক্ষাৎকার নিচ্ছিলাম। এ সময় ডা. মোমেনা পারভীন পারুল পেছন থেকে অতর্কিতভাবে ধাক্কা দেন। তিনি বুম, স্ট্যান্ড কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং ভিডিওর কাজে ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেন। ক্যামেরা স্ট্যান্ড দিয়ে তিনি সাংবাদিক মুকুল হোসেনকে বেধড়ক মারধর করেন।

এ বিষয়ে বক্তব্য নিতে ডা. মোমেনা পারভীন পারুলকে বারবার ফোন দিলেও রিসিভ করেননি।

কাজিপুর থানার ওসি নুরে আলম বলেন, কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে একটি ভুল বোঝাবুঝির ঘটনায় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশকে ব্যবহারের অবসান চান ৮৯.৫ শতাংশ মানুষ

ঠিকানা টিভি ডট প্রেস: ৮৯.৫ শতাংশ মানুষ পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চান এবং ভুয়া ও গায়েবি মামলার অবসান চান ৯৫ শতাংশ মানুষ। মঙ্গলবার (৩

সমরাস্ত্র প্রদর্শনী কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সম্মিলিত সামরিক বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী-২০২৪ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৪ মার্চ) রাজধানীর তেজগাঁও পুরাতন

ইসলামে পবিত্র হজের গুরুত্ব ও ফজিলত

ঠিকানা টিভি ডট প্রেস: ইসলামে হজের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। ইসলামের চতুর্থ ভিত্তি হচ্ছে হজ। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির ওপর জীবনে একবার হজ করা ফরজ।

সাতক্ষীরায় বেড়িবাঁধে বড় ফাটল, ঝুঁকিতে ১৫ গ্রামের মানুষ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন চুনকুড়ি নদীর বেড়িবাঁধে বড় ফাটল দেখা দিয়েছে। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে বাঁধ সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী ও

কর্মকর্তাই যেন ঠিকাদার সিরাজগঞ্জে টেন্ডার চূড়ান্ত হওয়ার আগেই কাজ শুরু’

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিনসাড়া গ্রামে একটি কমিউনিটি ক্লিনিকের অবকাঠামো নির্মাণের কাজ চলমান রয়েছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, এখনো টেন্ডার প্রক্রিয়াই শেষ হয়নি!

জাবেদ পাটোয়ারী ও বনজ কুমারের পাসপোর্ট বাতিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)। ও সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী এবং সাবেক অতিরিক্ত আইজিপি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)।