শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সংবাদ প্রকাশের জের ধরে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে ঢুকে সাংবাদিককে মারপিটের ঘটনায় শাহজাদপুর থানা অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক। ২৫ ডিসেম্বর বুধবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, অনলাইন নিউজ পোর্টাল প্রবাসীর দিগন্তে "শাহজাদপুরে ত্রিভূজ প্রেমে দুইজনের আত্মহত্যা, আত্মগোপনে আরেক প্রেমিক" শিরোনামে সংবাদ প্রকাশ করায় স্থানীয় প্রতিনিধি মোঃ আসাদুর রহমানের উপর প্রেস ক্লাব চত্বরে ঢুকে অতর্কিত হামলা চালায় সংবাদের শিরোনাম হওয়া আসাদের নেতৃত্বে ২/৩ জন যুবক। এলোপাথাড়ি মারপিট এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে প্রেস ক্লাব থেকে সাংবাদিকরা বেরিয়ে আসলে দ্রুত মোটরসাইকেল চালিয়ে স্থান ত্যাগ করে। এসময় কেন তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে তার জন্য সাংবাদিককে প্রাণনাশের হুমকিও দেয়া হয়। অভিযুক্ত আসাদ শাহজাদপুর পৌর সদরের প্রাণনাথপুর গ্রামের মোঃ মোন্নাফ ফকিরের ছেলে।
সাংবাদিকদের প্রাণের সংগঠন ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে এসে এমন ঔদ্ধত্যপূর্ণ কর্মকাণ্ডে নিন্দা ও প্রতিবাদ করেছেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটল ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেনসহ স্থানীয় সংবাদকর্মীরা। দ্রুত অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও জানান তারা।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার শাহজাদপুরে ত্রিভূজ প্রেমের জের ধরে প্রেমিকা সংগীত শিল্পী সুদীপ্তা দাস কেকা এবং প্রেমিক হৃদয় কর্মকার মদন আত্মহত্যা করে। ঐদিন আরেক প্রেমিক মোঃ আসাদ ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.