সংগঠন গোছানোর দায়িত্ব পাচ্ছেন মন্ত্রী না হওয়া নেতারা’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যে সমস্ত প্রেসিডিয়াম সদস্য এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবার মন্ত্রিসভায় জায়গা পাননি, তাদেরকে সংগঠন গোছানোর দায়িত্ব দেওয়া হচ্ছে। দলের অন্তর্কলহ দূর করা, দলের মধ্যে বিভক্তি কোন্দল ঠেকানো এবং দলকে শৃঙ্খলায় আনার জন্য ১০ জন নেতাকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে দলের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর ইতোমধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন’।

দলের যে আটজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন, সেই আটজন সাংগঠনিক সম্পাদককে আটটি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এই সাংগঠনিক সম্পাদকদের কাউকেই মন্ত্রী করা হয়নি। এমনকি সাত বারের এমপি হওয়া সত্ত্বেও সাংগঠনিক সম্পাদক পদে আছেন এই জন্য আওয়ামী লীগের জনপ্রিয় নেতা মির্জা আজমকে মন্ত্রিসভা অন্তর্ভুক্ত করা হয়নি। আওয়ামী লীগ এখন যে সংগঠন পুনর্গঠন এবং দলের বিভক্তি বিভাজন দূর করার উদ্যোগ গ্রহণ করেছেন, সেই উদ্যোগে এই আটজন সাংগঠনিক সম্পাদককে মূল দায়িত্ব দেওয়া হবে। তারা ঈদের পর থেকে বিভিন্ন জেলা সফর করবেন, কোন্দলরত বিভিন্ন এলাকায় সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন এবং সংকট নিরসনের জন্য নির্দেশনা প্রদান করবেন। সাংগঠনিক সম্পাদকরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন এবং এই যোগাযোগের ভিত্তিতেই তারা সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করবেন।

সাংগঠনিক সম্পাদকদেরকে তদারকি করার জন্য বা সাংগঠনিক সম্পাদকদের সার্বক্ষণিকভাবে পরামর্শ, উপদেশ এবং নির্দেশনা দেওয়ার জন্য দুইজন যুগ্ম সাধারণ সম্পাদককে সার্বক্ষণিক দায়িত্ব দেওয়া হচ্ছে। এরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং বাহাউদ্দিন নাছিম। এই দুজনই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত নন। তারা এখন সার্বক্ষণিকভাবে সাংগঠনিক বিষয়গুলোকে দেখবে। এ ছাড়াও প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ এবং ড. আব্দুর রাজ্জাক পুরো সংগঠনের বিষয়ে তদারকি করবেন বলেও জানা যাচ্ছে’।

আওয়ামী লীগ মনে করছে সামনের দিনগুলোতে সাংগঠনিক বিরোধ আরও বাড়বে। বিশেষ করে কুমিল্লা এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচনের অভিজ্ঞতা থেকে আওয়ামী লীগের মধ্যে একটি স্পষ্ট ধারণা তৈরি হয়েছে যে, দলের ভিতর বিশৃঙ্খল অবস্থা এবং কোন্দল তীব্র আকার ধারণ করেছে। সামনের দিনগুলোতে যখন বিরোধী দল আন্দোলন করবে তখন এই কোন্দল যদি বন্ধ না করা যায় তাহলে তা বড় ধরনের সংকট সৃষ্টি করবে।’

আওয়ামী লীগের একাধিক নেতা বলছেন, সামনে আন্দোলন শুধু নয়, উপজেলা নির্বাচনেও যদি এই ধরনের কোন্দল অব্যাহত থাকে তাহলে জামায়াত এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে বড় ধরনের সুবিধা নেবে এবং চমক দেখাবে। এজন্য আওয়ামী লীগকে কোন্দল কমাতেই হবে। কিন্তু ৭ জানুয়ারি নির্বাচনের পর থেকে সারা দেশে আওয়ামী লীগের ভিতর বিভক্তি, বিভাজন এবং সহিংসতার রূপ নিয়েছে। আর এ কারণেই আওয়ামী লীগ সভাপতি সাংগঠনিক বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সেজন্যই তিনি কোন সাংগঠনিক সম্পাদককেই এবার মন্ত্রিসভায় অর্ন্তভুক্ত করেননি। মন্ত্রিসভায় অর্ন্তভুক্ত না করে দলের জন্য তাদেরকে সার্বক্ষণিক দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন দেখার বিষয় মন্ত্রী ছাড়া এ সমস্ত নেতারা সংগঠন গোছাতে কতটুকু সফল হন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পারিবারিক বিরোধের জেরে ১২ জনকে হত্যা’

আন্তর্জাতিক ডেস্ক: পারিবারিক বিরোধের জেরে বাবা ও ভাইসহ ১২ আত্মীয়কে গুলি করে হত্যা করেছে ইরানের এক যুবক। শনিবার (১৭ ফেব্রুয়ারি’) বিকেলে ভারতীয় গণমাধ্যম এক প্রতিবেদনে

‘মন্ত্রী নন-এমপি নন, তবু তারা ক্ষমতাবান’

নিজস্ব প্রতিবেদক: টানা ১৫ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। ১৬ বছরে পা দিয়ে এগিয়ে যাচ্ছে চতুর্থবারের মতো সরকার গঠন করা আওয়ামী লীগ। টানা ক্ষমতায়

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর শিবপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে (১০) বলাৎকারের অভিযোগে শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের শানখোলা মাদ্রাসা ও এতিমখানা থেকে ওই শিক্ষককে

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ঠিকানা টিভি ডট প্রেস: দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতের

মিল্ক ভিটায় ভেজাল দুধ সরবরাহ: পাবনায় দম্পতির কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক: পাবনার ফরিদপুর উপজেলায় ডিটারজেন্ট, তেল, সোডা ও হাইড্রোজেন পার-অক্সাইড মিশিয়ে ভেজাল দুধ তৈরি ও রাষ্ট্রায়ত্ত দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটায় সরবরাহের অভিযোগে এক

শেখ হাসিনা-শামীম ওসমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক: বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে আবুল হাসান (২০) নামের এক তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,