সংকট সমাধানে চায় রাজনৈতিক উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের সঙ্গে পেনশন স্কিম নিয়ে আজ বৈঠক হয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে। এই বৈঠক অত্যন্ত সফল এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে আওয়ামী লীগ এবং শিক্ষক প্রতিনিধিদের উভয়ই বলেছেন। শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে বলা হয়েছে যে, এই বৈঠকটি আরও আগেও হতে পারত। তাহলে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এবং শিক্ষকরাও এভাবে আন্দোলনে যেতেন না। এই একটি ঘটনা সুস্পষ্ট করেছে যে, এই ধরনের সংকটের রাজনৈতিক উদ্যোগ অত্যন্ত জরুরি এবং রাজনৈতিকভাবে যে কোনও সংকটের সমাধান করাটা রাজনৈতিক সরকারের কাছ থেকে কাম্য।

কিন্তু গত ১৫ বছরে আস্তে আস্তে আমলাতন্ত্রের খপ্পরে পড়েছে সরকার। যে কোনও সংকট সমাধানের জন্য আমলাতান্ত্রিক সুরাহার পথে এগোনোর চেষ্টা করা হচ্ছে এবং তার ফল হচ্ছে হিতে বিপরীত। পেনশন স্কিমের কথাই যদি ধরা যায় তাহলে এই পেনশন স্কিম বাস্তবায়ন করা যেত আরও সহজে এবং সুন্দর প্রক্রিয়ায়। যখন শিক্ষকদের কাছে এই পেনশন স্কিম দেওয়ার কথা বলা হচ্ছিল, তখনই যদি সংশ্লিষ্টরা শিক্ষকদের সঙ্গে আলাপ আলোচনা করতেন, তাদেরকে পুরো বিষয়টা বোঝাতেন এবং এটি সরকার কেন চাচ্ছে তার বাস্তব কারণের কথা উল্লেখ করতেন, সে ক্ষেত্রে শিক্ষকরা হয়তো এই ধরনের আন্দোলনে যেতেন না। কিন্তু আমলাতান্ত্রিক প্রক্রিয়া একতরফা ভাবে একটি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তটি শিক্ষক সমাজের কাছে গ্রহণযোগ্য হয়নি।

বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, একটি সংকটের সমাধানে রাজনৈতিক উদ্যোগ খোঁজার আগে আমলাতান্ত্রিক সমাধানের দিকে সরকার ঝুঁকছে এবং এর ফলে ছোট সমস্যা বড় আকার ধারণ করছে। ধরা যাক ২০১৮ সালের কোটা আন্দোলনের বিষয়টি। সেই সময়ে যখন শিক্ষার্থীরা কোটা আন্দোলন করেছিল তখনই এর রাজনৈতিক সমাধান হতে পারত। সরকার পুরো কোটা বাতিল না করে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বসতে পারতেন এবং কোটা নিয়ে একটি কমিশন করে কীভাবে সমাধান করা যায় তা নিয়ে সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করা যেত। কিন্তু সরকার সে পথে যায়নি।’

আমলারা সমাধান দিয়েছেন যে এখনই সব কোটা বাতিল করে দিলে সংকটের সমাধান হবে। এ যেন মাথা ব্যথায় মাথা কাটার মতোই সমাধান। সেই সময়ই সমাধান হয়েছিল বটে। কিন্তু এটি যে একটি যুক্তিসঙ্গত সমাধান ছিল না আজ তা প্রমাণিত হয়েছে। কারণ সমস্ত কোটা বাতিল করা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। এর ফলে মানুষ পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী, প্রতিবন্ধী জনগোষ্ঠী এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে। কোটা বাতিলের পর বিসিএস পরীক্ষার ফলাফল পর্যালোচনা করলে দেখা যায় যে, এই সময় নারীর বিসিএস অন্তর্ভুক্তি কমেছে’। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাকরি লাভে বঞ্চিত হয়েছে। অন্তত ১৮ থেকে ২০ টি জেলা থেকে কেউই সরকারি চাকরি পায়নি। তাই টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে সব সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজতে হবে, আমলাতান্ত্রিক সমাধান নয়। যে সমস্যাগুলো রাজনৈতিক ভাবে সমাধান করা যায় তা দীর্ঘ মেয়াদী সুফল দেয় সরকারকেই। রাজনৈতিক সমাধানের মাধ্যমে একটি সমাধানে সকল পক্ষের ভূমিকা থাকে। কিন্তু আমলাতান্ত্রিক সমাধান সবসময় চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং এ ধরনের সমাধান দীর্ঘ মেয়াদে সরকারকেই চাপে ফেলে। যা বর্তমানে হয়েছে। আর এ কারণেই সংশ্লিষ্ট সকলে মনে করেন যে সংকট সমাধানে সরকারকে রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে, আমলাতান্ত্রিক নয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অনুমতি ছাড়া ফেসবুকে পোস্ট দিতে পারবেন না সরকারি চাকরিজীবীরা

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিতে পারবেন না পাকিস্তানের সরকারি চাকরিজীবীরা। এমনকি এই প্ল্যাটফর্মগুলো ব্যবহারও করা যাবে না।’ সম্প্রতি এ সংক্রান্ত

শাহজাদপুরে মাদক ও ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ এমপি চয়ন ইসলামের

স্টাফ রিপোর্টার: শাহজাদপুরে মাদক নির্মূল ও ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন সিরাজগঞ্জ-৬( শাহজাদপুর) আসনের জাতীয় সংবাদ সদস্য জনাব চয়ন ইসলাম। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা

সহ-সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা, ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নওদাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আবু সায়েমকে তার নিজ বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লেখা গ্রাফিতির মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া দেওয়া

বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ভারতীয় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সিলেট সীমান্তে ডাব্বর লাং নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে

ডেডলাইন ১৩ ফেব্রুয়ারি, কি বার্তা আসছে আ. লীগের জন্য?

অনলাইন ডেস্ক: এবার ১৩ তারিখের দিকে তাকিয়ে আছে আওয়ামী লীগ। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পলাতক নেতারা অপেক্ষায় আছে নতুন বার্তার জন্য। এদিন পতিত এই দলটির

তাড়াশে দলিল লেখক সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন,স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: ৫ জুলাইয়ের পরে সিন্ডিকেটের হাতবদল হয়ে যায় মানববন্ধন শুরুর আগে মানববন্ধনের মাইক ভেঙে দেওয়ার চেষ্টা করেন, দলিল লেখক সমিতির আহবায়ক ও সেচ্ছাসেবক দলের