নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপে গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ম্যাচের ফলাফলে শ্রীলঙ্কার পাশাপাশি আসরের সুপার ফোরে কোয়ালিফাই করল বাংলাদেশও।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৬৯ রানের লড়াকু সংগ্রহ পায় আফগানরা। জবাবে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে লঙ্কান বাহিনী।
ম্যাচ চলাকালীন ধারাভাষ্যে রাসেল আর্নল্ড বলছিলেন, শ্রীলঙ্কার এই রান তাড়া কেবল কলম্বোতেই উদযাপিত হচ্ছে না। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম-সিলেটেও হচ্ছে। মূলত, আফগান-শ্রীলঙ্কা ম্যাচের সমীকরণের অনেক যদি-কিন্তুর ওপরেই দাঁড়িয়ে ছিল লিটন-মোস্তাফিজদের সুপার ফোর যাত্রা।,
আজ শুধু টাইগার টিম নয়, পুরো বাংলাদেশ তাকিয়ে ছিল শ্রীলঙ্কার দিকে। আফগানিস্তান জিতলেও বাংলাদেশের সুযোগ ছিল। কিন্তু শ্রীলঙ্কার রান ১০১ পার হতেই সেই সুযোগ হাতছাড়া হওয়ার পর একমাত্র শ্রীলঙ্কার জয়ই বাংলাদেশকে এশিয়া কাপের সুপার ফোরে তুলতে পারত। ৮ বল হাতে রেখে আফগানিস্তানের ১৬৯ রান টপকিয়ে ৬ উইকেটের জয় নিয়ে বাংলাদেশিদের মুখে হাসি উপহার দিল শ্রীলঙ্কা।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.