শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল’

ঠিকানা টিভি ডট প্রেস: গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ বিবাদীর জামিনের মেয়াদ বেড়েছে।

শ্রম আপিল ট্রাইব্যুনাল রবিবার ড. ইউনূসের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

তবে কতদিনের জন্য জামিন বাড়ানো হয়েছে সে ব্যাপারে সিদ্ধান্ত পরে জানানো হবে। বিচারক মামলার পরবর্তী দিন ধার্য করেছেন ১৬ এপ্রিল।

২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় গত ৩০ জানুয়ারি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট’) দেয় দুদক। যা ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে উপস্থাপন করা হবে আজ। অভিযোগপত্রে ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করা হয়েছে।

এর আগে গত বছরের ৩০ মে গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে এই মামলা হয়। আসামিদের বিরুদ্ধে তহবিল থেকে ২৫ কোটি ২২ লাখ ছয় হাজার ৭৮০ টাকা লোপাটের অভিযোগ আনা হয়েছে।”

দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেছিলেন। মামলায় ১৩ আসামির সঙ্গে তদন্তে পাওয়া নতুন আরও একজনের নাম যুক্ত করা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও মামলার চার্জশিটভুক্ত আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম, এসএম হুজ্জাতুল ইসলাম লতিফী, আইনজীবী মো. ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, ইউনিয়নের প্রতিনিধি মো. মাইনুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান।

ঢাকার আদালতে দুদকের প্রসিকিউশন কার্যালয়ের সাধারণ নিবন্ধন কর্মকর্তা সহকারী পরিদর্শক আক্কাস আলী জানান, চার্জশিটে ড. ইউনূসসহ ১৩ জনকে পলাতক দেখানো হয়েছে। এর মধ্যে গ্রামীণ টেলিকমের পরিচালক পারভিন মাহমুদ জামিনে রয়েছেন।

অভিযোগপত্র গ্রহণ করা হবে কি না সে বিষয়ে আদালত আজ আদেশ দেবেন জানান আক্কাস আলী। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সংক্রান্ত আদেশও দেওয়া হবে বলে জানান তিনি।’

এছাড়া শ্রম আইন লঙ্ঘনের দায়ে ছয় মাসের কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিল মামলায় একইদিন শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হতে হবে ড. ইউনূসসহ চারজনকে। গত ২৮ জানুয়ারি তাদের আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়। একইসঙ্গে পরবর্তী শুনানির তারিখ ৩ মার্চ ধার্য করে প্রত্যেকে অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত। এ কারণেই আজ আসামিদের আদালতে হাজির হয়ে জামিন বর্ধিত করার আবেদন করতে হবে।

গত ১ জানুয়ারি ড. ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত অপর তিনজন হলেন-গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লখনৌকে হারিয়ে আইপিএলে শুভ সূচনা রাজস্থানের’

ঠিকানা টিভি ডট প্রেস: দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আইপিএলের ১৭তম আসরে লখনৌ সুপার জায়ান্টকে হারিয়ে শুভ সূচনা করল অধিনায়ক সাঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। রোববার

করোনা টিকা প্রত্যাহার করছে অ্যাস্ট্রাজেনেকা

আন্তর্জাতিক ডেস্ক: বিখ্যাত ওষুধ ও টিকা প্রস্তুতকারী কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা বৈশ্বিকভাবে নিজেদের সব করোনা টিকা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত

চাকরির নামে টাকা নেওয়া দুই কনস্টেবল বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে তানজিলা আক্তার ও শহিদুল ইসলাম নামে সেই দুই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দুই শ্রমিককে মারপিট, অনির্দিষ্টকালের জন্য আগামীকাল থেকে সিরাজগঞ্জ-ঢাকা বাস চলাচল বন্ধ

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি বিনা অনুমতিতে একটি বাস চলাচলকে কেন্দ্র করে টাঙ্গাইলে দুই শ্রমিককে মারপিটের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকার সাথে সিরাজগঞ্জের

কক্সবাজারে ঝড়ের কবলে বাঁশখালীর ফিশিং বোট: নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

শিব্বির আহমদ রানা বাঁশখালী প্রতিনিধি: গত বুধবার রাতে শেখেরখীল টেক পাড়া ফাঁড়ির মুখ থেকে আবদুল খালেকের মালিকানাধীন আল্লাহ মালিক ফিশিং বোটটি ১৭ জন মাঝিমাল্লা নিয়ে

মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মাঝে খাবারের আয়োজন করলেন-বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ পৌর শহরের রেলওয়ে কলোনী জামিয়াতুল উলুম আল ইসলামিয়া কওমী মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক কর্মচারীদেরকে দুপুরের খাবার খাওয়ালেন জেলা বিএনপির