শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে পালিয়েছে মালিকপক্ষ’

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীতে সাড়ে তিনশ শ্রমিক-কর্মচারীর তিন সপ্তাহের বেতন-বোনাস না দিয়ে মিলে তালা দিয়ে পালিয়েছে মালিকপক্ষ।

বুধবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার রূপপুর এলাকায় অবস্থিত কিং জুট মিলে এ ঘটনা ঘটে। কিং জুট মিলের বর্তমান মালিক মোকলেছুর রহমান। তিনি রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এর আগে মালিকপক্ষ গত ৮ এপ্রিল বিকাল পর্যন্ত সময় নেয়। কিন্তু ওইদিন থেকেই মালিক মোকলেছুর রহমান পলাতক রয়েছেন।

এ বিষয়ে জানতে কিং জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোকলেছুর রহমানের মোবাইল ফোনে একাধিবার ফোন দেওয়া হলেও তা বন্ধ পাওয়া গেছে। এসএমএস পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। বেতন না পেয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। মালিকপক্ষ এটা ঠিক করেনি। কিন্তু মালিককে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনটিও বন্ধ। এখানে তাদের করণীয় তেমন কিছু নেই। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মিল সূত্র জানায়, মিলটিতে সাড়ে তিনশ শ্রমিক কাজ করেন। যার অধিকাংশই নারী। প্রতিদিন ২৯০ টাকা হারে প্রতি সপ্তাহে তাদের বেতন দেওয়ার কথা। গত তিন সপ্তাহ ধরে তাদের বেতন দেওয়া হয়নি। বলা হয়েছে ঈদের আগে বেতন ও বোনাস এক সঙ্গে দেবে। ২৯০ টাকা হারে তিন সপ্তাহের মোট বেতন বকেয়া আছে ৬ হাজার ৯০ টাকা।

গত বৃহস্পতিবার তাদের বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। ওই দিন জানানো হয় শুক্রবার বেতন-বোনাস দেওয়া হবে। এ কারণে শুক্রবার বন্ধের দিনেও তারা এসেছিলেন। পরে ওই দিন বলা হয় বুধবার বকেয়া বেতনের সঙ্গে বোনাসও দেবে। বুধবার মিলে এসে দেখেন তালাবন্ধ। মালিকপক্ষেরও কেউ নেই’।

দুপুরে কিং জুট মিলে গিয়ে দেখা যায়, অনেক নারী শ্রমিক মিলে বসে আছেন। অনেকে আবার সকাল থেকে বসে থেকে মালিকের দেখা না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আর মিলের ভেতর মূল ভবন দুটিতে ঝুলছে তালা।

কালুখালি উপজেলার নবাবপুর ইউনিয়নের শ্রমিক দিলারা বেগম বলেন, বেতন-বোনাস মিলে ১০ হাজার টাকা পাবো। গতকালও দুপুর দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করেছি। এই টাকা নিয়ে দুই ছেলের পোশাক কিনবো আর ঈদের বাজার করবো ভেবেছিলাম। এখন মালিকই নেই। দুই ছেলের কাছে মুখ দেখাবো কী করে।

কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের শ্রমিক মিনারা বেগম বলেন, আমার স্বামী অসুস্থ। তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। মিলে চাকরি করে তিনি সংসার চালান। ঈদের আগে বেতন-বোনাস না পেলে কী করে ঈদ করবো। এখন বিষ খাওয়া ছাড়া উপায় নেই।

জসিম মোল্লা বলেন, আমরা স্বামী-স্ত্রী দুজনেই এই মিলে কাজ করি। রোজা থেকে যে কষ্ট করেছি মিলে। ঈদের বেতন-বোনাস পাবো আশা করে আছি। এখন সকালে এসে দেখি মিলে তালা দিয়ে সবাই চলে গেছে।

এ ব্যাপারে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) মো. আলমগীর হুসাইন জানান, বিষয়টি খুবই দুঃখজনক। ঈদের আগে বেতন না দিয়ে মিল কর্তৃপক্ষ চরম অন্যায় করেছেন। শ্রমিকদের বিক্ষোভের কথা শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে শান্ত করা হয়েছে। পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে এজন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মিল মালিক মোকলেছুর রহমানকে পাওয়া যাচ্ছে না। তার ফোন বন্ধ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

র‍্যাব বিলুপ্ত করার দাবি, ডিজিএফআই নিয়ে কী হবে

ঠিকানা টিভি ডট প্রেস: নিউ ইয়র্ক-ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের এলিট ফোর্স র‍্যাবকে বিলুপ্ত করার দাবি জানিয়েছে। মানবাধিকার সংস্থাটির পক্ষ থেকে বাংলাদেশের

সিরাজগঞ্জে জনতা ব্যাংক ও গ্রাহকের টাকা মেরে আল-আমিনের বিভিন্ন ব্যবসা

সিরাজগঞ্জ প্রতিনিধি: এখনও খোঁজ মেলেনি সিরাজগঞ্জের বেলকুচির তামাই শাখার জনতা ব্যাংকের ক্যাশ ভল্টের ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার। এরই মাঝে তথ্য মিলেছে, ব্যাংকের

চীনকে হারিয়ে মংলা বন্দর ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের মোংলা বন্দরের একটি টার্মিনাল পরিচালনার অধিকার অর্জনের মাধ্যমে ভারত একটি উল্লেখযোগ্য কৌশলগত বিজয় পেয়েছে। এটি এমন একটি পদক্ষেপ, যা আঞ্চলিক গতিশীলতার জন্য-বিশেষত

বেনজীর-আছাদ-মতি: তারপর’?

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমে এখন রীতিমতো প্রতিযোগিতা চলছে। বিভিন্ন দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের হাড়ির খবর তাদের অবৈধ সম্পদের ঠিকানা খুঁজতে ব্যস্ত দেশের গণমাধ্যমগুলো। একটি সুস্থ প্রতিযোগিতা দৃশ্যমান

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১ ডিসেম্বর)। বিকালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ির চেকপোস্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

রাজশাহী বিআরটিএ অফিসে দুদকের অভিযান, নথিপত্র জব্দ

তানজিলা আক্তার রাজশাহী, প্রতিনিধি: রাজশাহী, ২১ জানুয়ারি ২০২৪ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রাজশাহী সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় বেশকিছু