
শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাঁশখালী নির্মাণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের উদ্যেগে শীলকূপ টাইমবাজার হাজ্বী সোলতান আহমদ কমিউনিটি ক্লাবে শুক্রবার রাতে শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলার সভাপতি মাও জুবায়ের আহমেদের সভাপতিত্বে এক বিশাল শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতেই দারসূল কোরআন পেশ করেন জলদী হোসাইনীয়া মাদরাসার উপাধ্যক্ষ মাও আজিজুল হক।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান, দক্ষিণ জেলা জামায়াতের সহ-সেক্রেটারী অধ্যক্ষ মাও জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আবু নাছের, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফুর রশিদ, উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোক্তার হোছাইন সিকদার, অর্থ সম্পাদক আ.ন.ম মহি উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণের সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, চট্টগ্রাম জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা শ্রমিক কল্যাণের সভাপতি কাজী ইমরানুল হক, উপজেলা লবণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি মাও মোহাম্মদ হোসাইন, উপজেলা শ্রমিক কল্যাণের অর্থ সম্পাদক ফৌজুল আজিম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাও নোমান বিন তাহের, পুঁইছড়ি ইউনিয়ন সভাপতি আবুল কাশেম, গুনাগরী ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিন, শীলকূপ ইউনিয়ন সভাপতি রেজাউল করিম। এ সময় বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলসহ পাঁচ শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
শ্রমিক সম্মেলনে এ সময় বক্তারা বলেন, ‘পৃথিবীর সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠির হলো শ্রমজীবী মানুষেরা। শ্রমিকরা এদেশের অর্থনীতির মেরুদন্ড। শ্রমিকদের বাদ দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব না। সভ্যতা বিনির্মাণ করতে হলে সকল শ্রেণির শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে হবে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমঅধিকার নিশ্চিত করা সম্ভব না’