নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত পবিত্র কুরআন বিতরণ কর্মসূচিতে ছাত্রদলের বাধার অভিযোগ উঠেছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
সংস্থার প্রচার বিভাগীয় সম্পাদিকা রিনতাহা তারান্নুম স্বাক্ষরিত শুক্রবারের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার মিঞা জিন্নাহ আলম ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচি চলাকালে ছাত্রদল কর্মীরা স্লোগান দিয়ে ও উগ্র আচরণের মাধ্যমে অনুষ্ঠান ব্যাহত করে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে।
বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া ও সেক্রেটারি জেনারেল উম্মে আরওয়া বলেন, পবিত্র কুরআন বিতরণ একটি শান্তিপূর্ণ উদ্যোগ। এ কর্মসূচিতে বাধা প্রদান মৌলিক অধিকার ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.