ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় একজন সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করা হয়।
২৮ জুলাই সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি বাড়ি ঘিরে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, একটি পিস্তলের ব্যারেল, কয়েকটি দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
ঘণ্টাব্যাপী অভিযানে আটক করা হয় ওই বাড়ির মালিক রফিকুল ইসলামকে। তিনি মৃত মোকছেদ আলীর ছেলে এবং স্থানীয়ভাবে অস্ত্র তৈরির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিযান শেষে রফিকুলকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, সেনা ক্যাম্পের অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামসহ রফিকুলকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সেনা অভিযানের ফলে এলাকাজুড়ে আতঙ্ক কমে আসছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.