ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখড়া গ্রামে ডাকাত সন্দেহে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার নিত্যনন্দনপুর ইউনিয়নের শেখড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সেনাবাহিনী জানায়, পূর্ব শত্রুতার জেরে সন্ধ্যায় শেখড়া গ্রামের জিয়া মণ্ডল, পার্শ্ববর্তী দক্ষিণ মনোহরপুর গ্রামের সানাউল্লাকে মারধর করেন। এরই জের ধরে রাত ১১টার দিকে সানাউল্লার ছেলে পাভেল, আলী রাজ ও সোবাদ আলী মোল্লাকে সঙ্গে নিয়ে জিয়ার বাড়িতে হামলা চালায়।
জিয়ার পরিবারের সদস্যরা ডাকাত সন্দেহে চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে পাভেলকে গণপিটুনি দিয়ে আটক করে। পরে তিনজনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন জানান, আটক তিনজন বর্তমানে থানায় হেফাজতে রয়েছে। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.