শেয়ারবাজারে দরবেশ-পীরেরা না থাকলেও মুরিদরা রয়েছে: তদন্ত কমিটি

ঠিকানা টিভি ডট প্রেস: ১৯৯৬ এবং ২০১০ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির তদন্তে অনেক কিছুই বেরিয়ে এসেছিল। কিন্তু তার আলোকে কিছুই করা হয়নি। কাউকে শাস্তি দেওয়া হয়নি। বরং সেসব ‘দরবেশ, পীররা’ দাঁড়ি কামানোর আগ পর্যন্ত পুঁজিবাজার চালিয়েছেন। এখন পুঁজিবাজারে সেইসব দরবেশ পীররা নেই। কিন্তু তাদের মুরিদরা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য ইয়াওয়ার সাঈদ।

সোমবার (২ সেপ্টেম্বর’) বিএসইসির সমন্বিত অনুসন্ধান ও তদন্ত কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ইয়াওয়ার সাইদ বলেন, ২৯ আগস্ট ১৯৯৯ সালে প্রথম মিউচুয়াল ফান্ডের উদ্বোধন করা হয়। এখন আমাকে বলা হল মিউচুয়াল ফান্ডের উন্নয়নের জন্য কাজ করতে। আমি দেখলাম যে ২৫ বছরে মিউচুয়াল ফান্ড ২৫ কদমও আগায়নি।

বিগত বছরগুলোতে যেসব অনিয়ম দুর্নীতি হয়েছে শেয়ারবাজারে সেগুলো আপনারা সাংবাদিকরা রিপোর্ট করেছেন। এখন এসব রিপোর্টের ভিত্তিতে আমরা তদন্ত করব। আমরা এখন আছি এখানে কোনো রাজনৈতিক চাপ নেই। এখন কোনো এমপি মন্ত্রী আমাদের বলবে না ওর নামে রিপোর্ট করো না। আমরা নিরপেক্ষভাবে কাজ করব। আমরা অন্যায়ের বিরুদ্ধে নিরপেক্ষ হবো। মানুষ যেন আমরা মরে গেলেও বলে যে মার্কেটের জন্য কিছু লোক কাজ করে গেছে।’

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, যারা তদন্ত কমিশনে আছেন তাদের আমরা পরিষ্কার করে বলেছি, কমিশন থেকে কোনো ধরনের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হবে না। তাড়াহুড়ো করে কোনো কাঁচা কাজ হবে না। তাই এখানে বিভিন্ন খাতের বহু বছরের অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তিদের এই তদন্ত কমিটিতে রাখা হয়েছে। তদন্ত কমিটির সবাই তাদের কর্ম পদ্ধতি তৈরি করে কাজ শুরু করে দিবেন অতি দ্রুত। আমরা পূঙ্খানুপুঙ্খভাবে রিপোর্ট তৈরী করব। আমরা ধাপে ধাপে আগাব। যখন যে কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। এক্ষেত্রে সাংবাদিকরা অনেক গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার।

তিনি বলেন, সংবাদমাধ্যমে যেসব গুরুত্বপূর্ণ রিপোর্ট হয়েছে সেগুলোকে ধরেই কিন্তু আমরা কাজ করছি। আমরা ভবিষ্যতে আরও অনেক কাজ করব। ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের ফলে আমরা এখানে এসেছি এটাকে কাজে লাগাতে হবে। এই সুযোগ আর কখনো আসবে কি না আমরা জানি না।

বিএসইসি চেয়ারম্যান বলেন, শেয়ারবাজার সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই কমিশন গঠনের ১১ দিনের মাথায় আমরা এসব সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে আরও অনেক কাজ করব এটাই এর স্পষ্ট বার্তা। তদন্ত কমিটিকে পর্যাপ্ত সময় দেয়া হবে তাদের কাজগুলো সুচারুভাবে যেন করতে পারে।

তদন্ত কমিটির সদস্য জিয়া উদ্দিন আহমেদ বলেন, কোন কোন জায়গায় অনিয়ম দুর্নীতিগুলো হয়েছিল এগুলো আমরা সাংবাদিকদের বিভিন্ন রিপোর্ট থেকে বের করব।

বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের সামনে যে সময়টা এসেছে এটা বারবার আসে না। আমরা প্রতিশ্রুতি করছি আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব।

এনবিআরের সাবেক সদস্য মো. শফিকুর রহমান বলেন, ছাত্র জনতা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে সুযোগ তৈরি করে দিয়েছেন এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা কাজ করতে চাই।

ডেপুটি এটর্নি জেনারেল জিশান হায়দার বলেন, শেয়ারবাজারের যেসব দুর্নীতি কারসাজি হয়েছে এগুলোর যেসব ক্রিমিনাল অফেন্স আছে এগুলো নিয়ে আমি কাজ করব।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ: নারী, পুরুষ ও পুলিশসহ আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল’) সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এই ঘটনা

‘সকল ইসলামি শক্তির ঐক্যের বিকল্প নাই’ বাঁশখালীতে জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলনে বক্তারা  

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার কালীপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে বাঁশখালীর পীর

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বংশালে দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশালের বাংলাদেশ মাঠ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে

কলকাতায় বঙ্গনারী সম্মাননা পেলেন সংগীতশিল্পী মেহরীন

কলকাতার আইসিসিআরে অনুষ্ঠিত হলো বঙ্গনারী সম্মাননা। সেখান থেকে পুরস্কার পেলেন সংগীতশিল্পী মেহরীন। ভারতে মেহরীনের হাতে সম্মাননা তুলে দেন হিউমান রাইটসের চেয়ারম্যান বুম্বা চক্রবর্তী, অভিনেত্রী প্রিয়া

জামালপুরে বন্যার কারণে ৩২২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষন আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের যমুনা নদীর পানি কমলেও ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত

‘ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ’

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের মেয়েরা দুর্দান্তভাবে রিজার্ভ বেঞ্চের খেলোয়াড় দিয়েই ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি’) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা