আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতীয় সংবাদমাধ্যম বার্তাসংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে জয় এ কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি দেশের এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে দায়ী করেছেন।
পিটিআইকে জয় জানান, ৭৬ বছর বয়সি শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন। তবে একজন সক্রিয় রাজনীতিবিদ নাকি অবসরপ্রাপ্ত হিসেবে ফিরবেন এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
এর আগে বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে জয় জানিয়েছিলেন, শেখ হাসিনা আর দেশে ফিরবেন না। সেই প্রসঙ্গে জয় বলেছেন, ‘হ্যাঁ এটি সত্যি, আমি বলেছিলাম তিনি (শেখ হাসিনা) দেশে ফিরবেন না। কিন্তু আমাদের নেতাকর্মীদের ওপর পুরো দেশজুড়ে হামলা চালানোর পর গত দুইদিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমাদের মানুষদের নিরাপদ রাখতে যা করার দরকার তার সবই আমরা করব; আমরা তাদের একা ফেলে চলে যাব না। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও পুরোনো রাজনৈতিক দল। আমরা আমাদের মানুষদের কাছ থেকে দূরে সরে যেতে পারব না। যখন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখন শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন।’
ছাত্র জনতার আন্দোলনের মুখে গত সোমবার (৫ আগস্ট) দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। ভারত তাকে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন জয়। আওয়ামী লীগ ভারতের সবসময়ের বন্ধু উল্লেখ করে জয় বলেছেন, বাংলাদেশে থাকা আওয়ামী নেতাদের সুরক্ষা নিশ্চিতে যেন ভারত চাপ দেয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.