শেখ হাসিনার নির্দেশেই বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যা: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই বিডিআর বিদ্রোহের নামে মেধাবী চৌকস সেনা কর্মকর্তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার (৮ নভেম্বর) নীলফামারী শহরের পৌরসভা মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘অন্যায়ের বিচার হতে হবে, না হলে অন্যায়কারীরা উৎসাহ পাবে, অপরাধ কমবে না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়। শেখ হাসিনার নির্দেশেই এটি ঘটেছে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতের আমির মাওলানা আবদুস সাত্তার এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আন্তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার। বিপুলসংখ্যক নেতা-কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন।

শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে শফিকুর রহমান বলেন, গত সাড়ে ১৫ বছরে মিথ্যার প্রতিযোগিতা হয়েছে, বিচার প্রহসন এবং ফরমায়েশি রায় প্রদান করা হয়েছে। শেখ হাসিনার সময় খুন, গুম ও হত্যা মামলা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।

জামায়াতের নেতা-কর্মীদের নির্যাতন নিয়ে শফিকুর রহমান আরও বলেন, গত সাড়ে ১৫ বছরে জামায়াতের নেতা-কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হয়েছে। তাদের দলের কার্যালয়গুলো সিলগালা করে দেওয়া হয়েছে এবং তাদের বিরোধী মতাবলম্বী হিসেবে জঙ্গি আখ্যা দিয়ে মামলা করা হয়েছে। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, জামায়াত কোনো অন্যায় করবে না, অত্যাচার করবে না। যেখানে অন্যায় দেখবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক কিশোরের মৃত্যু

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আব্দুল রহমান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা অপর

ইসরায়েলে আটকে পড়াদের ফেরাচ্ছে ভারত, প্রথম ফ্লাইটে এলো ২১২

ইসরায়েলে আটকে পড়াদের দেশে ফেরাতে শুরু করেছে ভারত। প্রথম ফ্লাইটে ২১২ জন ভারতীয়কে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবার) সকালের দিকে ওই ভারতীয়দের নিয়ে

চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ভবনে লিফট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু। আহত -১

চুয়াডাঙ্গা প্রতিনিধি: (১৪.০১.২৪) চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় লিফট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় অপর এক শ্রমিক আহত হয়। আজ রবিবার সকালে পৌর

প্লাস্টিকপণ্য জনস্বাস্থ্যর মারাত্মক ঝুঁকি বাড়াচ্ছে, টাঙ্গাইলে কর্মশালায় বক্তারা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: অপচনশীল বর্জ্য হিসেবে পরিচিত প্লাস্টিকপণ্য পরিবেশ ও স্বাস্থ্যর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে এবং এর মাত্রা দিন দিন বাড়ছে। প্লাস্টিক সামগ্রী অত্যধিক

দুর্নীতিরোধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক: আইন অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (০২ জুলাই) এ নিয়ে এক রিটের শুনানিতে, বিচারপতি নজরুল

২০ হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়েছেন ৩০ ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক: মুজিবুর রহমান মিলন চট্টগ্রাম নগরীর হালিশহর থানার হালিশহর হাউজিং এস্টেটের এল ব্লকের তিন নম্বর সড়কের মৃত বজলুর রহমানের ছেলে। তিনি সিলভিয়া গ্রুপের চেয়ারম্যান।