শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেখেরখীল ইউনিয়ন শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (১৮ জানুয়ারী) রাতে শেখেরখীল রাজপরী কনভেনশন হলরুমে অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের শেখেরখীল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আক্কাস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের দক্ষিণ জেলার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, অ্যাডভোকেট জি.এম সাইফুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ নেতা শরফুল আমিন চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ সমমভাপতি মাওলানা জোবায়ের আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা জাকের আহমদ, সৈয়দ মর্তুজা আলী, শেখেরখীল ইউনিয়ন শ্রমিক কল্যাণের উপদেষ্টা মাওলানা ইমরান বাচ্চু, উপজেলা সেক্রেটারী অ্যাডভোকেট জালাল উদ্দিন, সহ সেক্রেটারী কাজী এমরানুল হক, কোষাধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন।
এ সময় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন শেখেরখীল ইউনিয়ন শ্রমিক কল্যাণের ২০২৫-২৬ সেশনের জন্য আখতারুজ্জামান কে সভাপতি ও ডাক্তার মাহবুব এলাহী কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।