কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নতুন মেঘাই নামক স্থানে হঠাৎ করেই যমুনা নদীতীর রক্ষার জন্যে নির্মিত পুরাতন বাঁধে ধস শুরু হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বাঁধের প্রায় ৬৫ মিটার এলাকা ধসে গেছে। রাতেই খবর পেয়ে কাজিপুর সেনাক্যাম্পের সদস্যগণ ওই ধস ঠেকাতে বালিভর্তি জিওব্যাগ ফেলানোর কাজ শুরু করে। এদিকে শুষ্ক মৌসুমে বাঁধ ধসের ঘটনায় নদী তীরবর্তী এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
শনিবার দুপুরে সরেজমিন ওই এলাকায় গিয়ে দেখা গেছে সেনাবাহিনীর সাথে সাধারণ মানুষও বাঁধের ধস ঠেকাতে জিওব্যাগে বালি ভর্তি ও ফেলানোর কাজ করছে। কাজিপুর আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এই কাজ চলছে। এসময় সিরাজগঞ্জ পানি উন্নয়ন রোর্ডের উপ সহকারি প্রকৌশলী (এসও) হাফিজুর রহমান জানান, সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। পরে সেনাসদস্যদের সহায়তায় ভাঙন ঠেকাতে শনিবার দুপুর পর্যন্ত প্রায় ৬৫০ টি বালিভর্তি জিওব্যাগ ফেলা হয়েছে। তিনি জানান, মূলত বাঁধের প্রায় দুইশ মিটার নদীর অভ্যন্তরে বিশাল চর জেগে উঠেছে। ফলে নদীর স্রোত এসে সরাসরি তীরে আছড়ে পড়ছে। এর ফলে এই ধসের সৃষ্টি হয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ধস নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি দাবী করেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.