তানজিলা আক্তার রাজশাহী, প্রতিনিধি: রাজশাহীতে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিন টায় নগরীর পদ্মা গার্ডেন সংলগ্ন বড়কুঠি মুক্তমঞ্চ প্রাঙ্গনে সামাজিক সংগঠন সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা ও জনকল্যাণমুখী সামাজিক উদ্যোগ বঙ্গ বচন'র আয়োজনে এ মেলা শুরু হয়।
এসময় বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থার সভাপতি শাইখ তাসনীম জামাল এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলায় থাকছে দেশের বিভিন্ন প্রকাশনী, স্থনীয় লাইব্রেরি, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে উক্ত বইমেলায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গল্প, সাহিত্য আড্ডা, তরুণোদয়ের গল্প, দেশাত্মবোধক গান, তারুণ্যের সাহিত্য ভাবনা, লোকগীতি, রম্য বিতর্ক, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি, গম্ভীরা- নাটিকাসহ বৈচিত্র্যময় আয়োজন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.