বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: শীলকূপ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শুক্রবার (১০ জানুয়ারী) সকালে ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সেক্রেটারী এইচ.এম নুরুল আমিনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ বদরুল হক।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসাইন সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের অর্থ সম্পাদক আ.ন.ম মহি উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ শহিদুল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা জোবায়ের আহমদ, সহ-সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ হোছাইন ছানুবী, ইউনিয়ন শ্রমিক কল্যাণের উপদেষ্টা মাওলানা হোসাইন আহমদ কাসেমী, মোহাম্মদ রবিউল আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবীণ জামায়াত নেতা কাজী নুর মোহাম্মদ, উপজেলা শ্রমিক কল্যাণের সহ সাধারণ সম্পাদক কাজী এমরানুল হক, শ্রমিক নেতা মোহাম্মদ হোছাইন, হেলাল উদ্দিন প্রমূখ।
দ্বি-বাষিক সম্মেলন শেষে মো. রেজাউল করিম কে সভাপতি ও এইচ.এম নুরুল আমিন কে সাধারণ সম্পাদক করে ২০২৫-২০২৬ সেশনের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট শীলকূপ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি ঘোষণা পূর্বক শপথবাক্য পাঠ করানো হয়। এ সময় ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড কমিটির সভাপতির নাম ঘোষণা করা হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.