শীর্ষ পদে থেকে দুর্নীতি: তালিকা তৈরি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: সরকার এখন দুর্নীতির বিরুদ্ধে হার্ড লাইনে গেছে। কঠোর অবস্থান ঘোষণা করেছে দুর্নীতির বিরুদ্ধে। আর এ কারণেই শীর্ষ পদে বিভিন্ন সময়ে যারা ছিলেন, তাদের মধ্যে যারা দুর্নীতিবাজ তাদের তালিকা তৈরি করা হচ্ছে’। সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বেনজীর আহমেদের এই ঘটনা সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সরকার এই ঘটনায় হতবাক। অনেকেই জানতেন যে, বেনজীর আহমেদ দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা। বিশেষ করে র‌্যাবের মহাপরিচালক হওয়ার পর থেকে তিনি দুর্নীতির দিকে ঝুঁকে পড়েন। একদা এই মেধাবী কর্মকর্তার বহু অবদান থাকার পরও দুর্নীতির কারণে তিনি পুলিশ প্রধান থাকা অবস্থাতেই তার সহকর্মীদের কাছে সমালোচিত হয়েছিলেন। কিন্তু কেউ তার ভয়ে মুখ খুলতে পারত না। বিশেষ করে যারাই তার দুর্নীতির ব্যাপারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আপত্তি জানাত, তাদেরকে তিনি কঠোর কঠোর শাস্তি দিতেন, অগুরুত্বপূর্ণ জায়গায় বদলি করতেন।

বেনজীর আহমেদের এই দুর্নীতির ঘটনা একটি দৈনিকে প্রকাশের পর দুর্নীতি দমন কমিশন তা অনুসন্ধান শুরু করে। অনুসন্ধান করতে গিয়ে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এসেছে। দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তা বলেছেন যে, তারা কল্পনাও করতে পারেননি যে, বেনজীর আহমেদের এরকম সীমাহীন দুর্নীতি এবং অর্থ আত্মসাতের ঘটনা আছে। আর এ কারণেই ঘটনাটি তাদের চোখ-কান খুলে দিয়েছে। এখন দুর্নীতি দমন কমিশন বিভিন্ন সময়ে যারা শীর্ষ পদ ছিলেন, তাদের দুর্নীতির হদিস করছে।’

দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব সূত্রগুলো বলছে যে, বিভিন্ন সময়ে শীর্ষ পদে থাকা ব্যক্তিরা শীর্ষ পদে অধিষ্ঠিত হবার পর কত সম্পত্তির মালিক ছিলেন এবং এখন তাদের বিত্ত-বৈভব কেমন, এই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান করা হচ্ছে এবং তাদের দুর্নীতি সম্বন্ধে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে দুদক একাই নয়, সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, দুর্নীতি দমন কমিশন ছাড়াও বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং সরকারি অন্তত দুটি সংস্থাকে এ সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তারা মূলত দেখবেন যে, চাকরি জীবনের শুরুতে তার কী অবস্থা ছিল, চাকরি জীবনের বিভিন্ন পর্যায়ে তার সম্পদের কী পরিমাণ স্ফীতি হয়েছে এবং অবসর গ্রহণের পর তার সম্পদ কতটুকু বেড়েছে- সেই হিসাবগুলো তারা করবেন।

তবে সরকারি সূত্রগুলো বলছে, কাউকে হয়রানি বা আতঙ্কে ফেলার জন্য নয়, যারা দুর্নীতিবাজ হিসেবে সামাজিকভাবে পরিচিত এবং যাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আছে বা ছিল তাদের ব্যাপারে এই ধরনের তদন্তগুলো করা হবে। এই তদন্তের মাধ্যমে যারা প্রকৃত দুর্নীতিবাজ হিসাবে প্রাথমিকভাবে প্রমাণিত হবেন তাদের বিরুদ্ধে বেনজীরের মতোই আইনি প্রক্রিয়া শুরু করা হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, পুলিশ প্রশাসন এবং প্রশাসন ক্যাডারের বিভিন্ন কর্মকর্তার নামে বিভিন্ন সময়ে মুখরোচক আলোচনা হয় এবং তাদের নানারকম দুর্নীতির কাহিনী প্রায়ই প্রকাশিত হয়। এ সমস্ত বিষয়গুলো নিয়ে এখন দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য সংস্থাগুলো নির্মোহভাবে তদন্ত করবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মরুকে দেখলেই পাগল হয় নারীরা, ২১টি বিয়ে করে এলাকায় হইচই ফেলে দিয়েছেন মরু মিয়া

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর এক যুবক ১০ বছরে ২১টি বিয়ে করেছেন। তার নাম মরু মিয়া। সে মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের বাসিন্দা। ২১টি বিয়ে করে এলাকায় রীতিমতো

সলঙ্গায় পূর্ব শত্রুতার জেরে হামলা ও খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগ 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার কালিবাড়ি এলাকায় পূর্ব শত্রুতার জেরে হামলা ও খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। অভিযোগ

স্বয়ং রাসূল সাল্লাহু সাল্লাম এর কাছে জেনা করার অনুমতি চাওয়া সেই কাহিনী।

আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। এটা শুনে চতুর্দিক

কে হচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, সুনাক নাকি স্টারমার?

ঠিকানা টিভি ডট প্রেস: সম্প্রতি যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই প্রচারণায় নেমে পড়েছেন তিনি। অন্যদিকে, লেবার

এমপি আনার হত্যা: কলকাতা গেল ডিবির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: এমপি আনার হত্যার ঘটনা তদন্ত করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল কলকাতা গেছেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদের

রাজশাহী জেলা রোভারের ১৩ তম ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: “পৃথিবীকে যেমন পেয়েছো, তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করো” অঙ্গিকার কে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলা রোভারের ১৩ তম ত্রৈবার্ষিক কাউন্সিল