ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকাসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে শীতের এই তীব্রতায় স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বুধবার (২৯ জানুয়ারি) থেকে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।'
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২৭ জানুয়ারি) পর্যন্ত চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ধীরে ধীরে অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, রবিবারের মতো সোমবারও শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামী বুধবার থেকে দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা শীতের প্রকোপ কিছুটা কমিয়ে আনবে।
আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যান্য অঞ্চলে তা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টির পর দক্ষিণাঞ্চলসহ কিছু এলাকায় শীতের দাপট কিছুটা কমতে পারে। তবে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে শীতের প্রভাব তুলনামূলক বেশি থাকতে পারে।'