রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শিশুবান্ধব সমাজ গঠনের প্রত্যয়ে এবং ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করতে সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিশু অধিকার বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন। রবিবার বিকেলে (৩০ নভেম্বর) উপজেলার ঘুড়কা ইউনিয়নের গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি কার্যালয়ের মাঠ চত্বরে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতিমা। প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, গুড নেইবারস বাংলাদেশের টিম ম্যানেজার (গ্র্যান্ড রাইটিং) তুষার লিও ক্রুজ, সিডিসি সভাপতি এনামুল হক এবং দাদপুর জিআর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, গুড নেইবারস-এর বিভিন্ন কর্মকর্তা ও শিশু পরিষদের সদস্যরা অংশ নেন।
বক্তারা বলেন, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, সুরক্ষা এবং মৌলিক অধিকার নিশ্চিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের প্রতি সহিংসতা, অবহেলা ও শোষণ রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কমিউনিটির দায়িত্বশীল অংশগ্রহণ ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
আয়োজকরা জানায়, ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিশু অধিকার সম্পর্কে জনগণের সচেতনতা বাড়বে এবং শিশুদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণে উৎসাহ তৈরি হবে।
অনুষ্ঠান শেষে মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় দুই শিশুর হাতে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা তুলে দেওয়া হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.