শিশুকন্যাকে সঙ্গে নিয়েই রিকশা চালান দ্বীন মোহাম্মদ

নিজস্ব প্রতিবেদক: একজন রিকশাচালক বাবা। মাত্র ৪ বছর বয়সী কন্যাশিশুকে সঙ্গে করেই রাজধানীর অলিগলিতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহের নিরন্তর লড়াই করছেন। এটাকে ঠিক বাবার ভালোবাসা নাকি দায়িত্ববোধ বলা হবে তা নিয়ে হয়তো কথা হতে পারে। কিন্তু এমন দায়বোধের দৃশ্যই দেখা গেছে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায়।

ত্রিশোর্ধ্ব যুবক দ্বীন মোহাম্মদের বাড়ি নরসিংদীর বেলানগরে। সম্প্রতি তিনি রাজধানীতে উঠেছেন নিজের মেয়েকে নিয়ে। এই ছোট্ট মেয়েকে নিয়ে কেন রিকশা চালাচ্ছেন তা জিজ্ঞেস করতেই চোখ ছলছল করে উঠল দ্বীন মোহাম্মদের।

বললেন, বাসায় তার একমাত্র বৃদ্ধ-অসুস্থ বাবা; মেয়েকে দেখে রাখার মতো অবস্থায় নেই। কোমলমতি এই শিশুকন্যাকে রেখে স্ত্রী পালিয়ে গেছেন তার এক ‘প্রেমিকের’ সঙ্গে। সে কারণে মেয়েকে একাই নিজের বুকে আগলে রাখছেন দ্বীন মোহাম্মদ। মেয়েকে কোলে নিয়ে কিংবা সিটে বসিয়ে যাত্রীদের জন্য অপেক্ষা করেন। ভাড়া পেলে যাত্রীর পাশেই মেয়েকে বসিয়ে দেন।

শনিবার যাত্রাবাড়ী থেকে মানিকনগর যাওয়ার জন্য রিকশা খুঁজছিলেন যাত্রী ইহতেশাম রাসেল। রিকশা তিনি পেলেন-সঙ্গে চালকের ছোট্ট মেয়েটিকে দেখে অবাকও হলেন।

ইহতেশাম রাসেল বলেন, ‘মানিকনগর যাওয়ার জন্য রিকশা খুঁজছিলাম। উনার রিকশার পাশে এসে সঙ্গে তার মেয়েকে দেখে বিস্মিত হই। কৌতুহল জাগল মনে। একপর্যায়ে ভাড়া ঠিক করে গন্তব্যে রওয়ানা দিলাম। মেয়েটিকে কোলে নিয়ে বসলাম। তারপর আলাপচারিতায় জানতে পারলাম তার অসহায়ত্বের কথা।’

রাসেল জানান, প্রথমে এক রিকশাচালক ৮০ টাকা ভাড়া চাইলে তিনি মুখ ফিরিয়ে নেন। এমন সময় পাশ থেকে দ্বীন মোহাম্মদ ডাক দেন। বলেন, ৫০ টাকায় যাবেন তিনি। ন্যায্য ভাড়া চাওয়ায় তার রিকশায় উঠেন রাসেল।

রাসেল বলেন, ‘প্রথমে মেয়েটির মায়ের কথা জিজ্ঞেস করলে দ্বীন মোহাম্মদ জানান, মারা গেছে। এটা শুনে আমি ‘থ’ মেরে বসে রইলাম। এরপর আস্তে আস্তে আলাপ করতে থাকলাম তার পরিবার ও অন্যান্য বিষয়ে। একপর্যায়ে তিনি বললেন-মেয়েটির মা করো সঙ্গে পালিয়ে গেছে।’

রাসেলের সঙ্গে আলাপচারিতায় রিকশাচালক জানান, গ্রামে বৃদ্ধ বাবা ছাড়া আর কেউ নেই তার। মা মারা গেছেন বেশ কয়েক বছর আগে। গ্রামে জমি-জিরাতও নেই। জীবনধারনের মতো তেমন ভালো সুযোগও নেই। এজন্য ঢাকায় এসেছেন জীবিকার খোঁজে। একদিকে অর্থ সংকট, অন্যদিকে অবুঝ শিশুকে রেখে স্ত্রীর চলে যাওয়ার কষ্ট বুকে নিয়ে ঢাকায় মানবেতর জীবন শুরু করেছেন ঢাকায়।’

দ্বীন মোহাম্মদ বলেন, ‘দুদিন হলো ঢাকায় এসেছি। মেয়েটির জন্য অনেক কষ্ট হয়। মেয়েকে নিয়ে সব সময় চিন্তায় থাকি। অনেক সময় নানান কিছু চায়, দিতে পারি না। তখন আরও কষ্ট হয়। যদি কিছু টাকা থাকতো ভাসমান হলেও ছোট কোনো দোকান দিয়ে চলতাম। রিকশা চালিয়ে যা পাই তা দিয়ে মনে হয় চলতে পারবো না। নতুন এসেছি ঢাকায় তাই তেমন কিছু চিনি না। এজন্য ভাড়া পাই কম।’

যাত্রী ইহতেসাম রাসেল বলেন, ‘লোকটির অসহায়ত্ব দেখে খুবই কষ্ট লাগলো। সাধ্যমতো যতটুকু পেরেছি সহযোগিতা করলাম। কিন্তু আমি জানি এতে তার তেমন কোনো উপকার হবে না। সামর্থবানরা যদি এ ধরনের লোকদের পাশে দাঁড়ায় তাহলে তাদের কষ্ট একটু হলেও লাঘব হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বান্দরবানের রুমা থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা উঠে গেল।

আলতাফ হোসেন শামীম, চট্টগ্রাম প্রতিনিধি বান্দরবা‌নের রুমা ও থানচিতে পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হ‌য়ে‌ছে। শুক্রবার (১৪ জুলাই) সকা‌লে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জির

রাজধানীর বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার: রাজধানীর বাড্ডা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক নেতা খুন হয়েছেন। নিহত কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক। রোববার রাত সোয়া ১০টার

পদত্যাগের হিড়িক দপ্তরে দপ্তরে

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বেকায়দায় পড়েছেন জনপ্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধাভোগী ব্যক্তিরা। প্রতিকূল পরিস্থিতিতে একে একে পদত্যাগ করছেন গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তর

ভূঞাপুরের কৃতি খেলোয়ার শারমিন জাতীয় পর্যায়ে বর্শায় দ্বিতীয়

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরের কৃতি খেলোয়ার শারমিন জাতীয় পর্যায়ে বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায়  দ্বিতীয় স্থান অধিকার করেছে। চট্টগ্রামে ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৫৩ তম শীতকালীন মাধ্যমিক

সারাবিশ্বে খুঁটি গাড়ছেন এরদোয়ান

ঠিকানা টিভি ডট প্রেস:সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের প্রভাব খানিকটা কমে এসেছে।’ ফলে তা পুনরুদ্ধার করতে ইউরোপ থেকে শুরু করে এশিয়া ও আমেরিকা সফরের সিদ্ধান্ত নিয়েছেন

অস্বাভাবিক গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

ঠিকানা টিভি ডট প্রেস: বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় সারাদেশে বেড়েছে ভ্যাপসা গরম। সকাল থেকে রাত পর্যন্ত প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। বর্তমানে দেশের সাত বিভাগের ওপর