শিশুকন্যাকে সঙ্গে নিয়েই রিকশা চালান দ্বীন মোহাম্মদ

নিজস্ব প্রতিবেদক: একজন রিকশাচালক বাবা। মাত্র ৪ বছর বয়সী কন্যাশিশুকে সঙ্গে করেই রাজধানীর অলিগলিতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহের নিরন্তর লড়াই করছেন। এটাকে ঠিক বাবার ভালোবাসা নাকি দায়িত্ববোধ বলা হবে তা নিয়ে হয়তো কথা হতে পারে। কিন্তু এমন দায়বোধের দৃশ্যই দেখা গেছে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায়।

ত্রিশোর্ধ্ব যুবক দ্বীন মোহাম্মদের বাড়ি নরসিংদীর বেলানগরে। সম্প্রতি তিনি রাজধানীতে উঠেছেন নিজের মেয়েকে নিয়ে। এই ছোট্ট মেয়েকে নিয়ে কেন রিকশা চালাচ্ছেন তা জিজ্ঞেস করতেই চোখ ছলছল করে উঠল দ্বীন মোহাম্মদের।

বললেন, বাসায় তার একমাত্র বৃদ্ধ-অসুস্থ বাবা; মেয়েকে দেখে রাখার মতো অবস্থায় নেই। কোমলমতি এই শিশুকন্যাকে রেখে স্ত্রী পালিয়ে গেছেন তার এক ‘প্রেমিকের’ সঙ্গে। সে কারণে মেয়েকে একাই নিজের বুকে আগলে রাখছেন দ্বীন মোহাম্মদ। মেয়েকে কোলে নিয়ে কিংবা সিটে বসিয়ে যাত্রীদের জন্য অপেক্ষা করেন। ভাড়া পেলে যাত্রীর পাশেই মেয়েকে বসিয়ে দেন।

শনিবার যাত্রাবাড়ী থেকে মানিকনগর যাওয়ার জন্য রিকশা খুঁজছিলেন যাত্রী ইহতেশাম রাসেল। রিকশা তিনি পেলেন-সঙ্গে চালকের ছোট্ট মেয়েটিকে দেখে অবাকও হলেন।

ইহতেশাম রাসেল বলেন, ‘মানিকনগর যাওয়ার জন্য রিকশা খুঁজছিলাম। উনার রিকশার পাশে এসে সঙ্গে তার মেয়েকে দেখে বিস্মিত হই। কৌতুহল জাগল মনে। একপর্যায়ে ভাড়া ঠিক করে গন্তব্যে রওয়ানা দিলাম। মেয়েটিকে কোলে নিয়ে বসলাম। তারপর আলাপচারিতায় জানতে পারলাম তার অসহায়ত্বের কথা।’

রাসেল জানান, প্রথমে এক রিকশাচালক ৮০ টাকা ভাড়া চাইলে তিনি মুখ ফিরিয়ে নেন। এমন সময় পাশ থেকে দ্বীন মোহাম্মদ ডাক দেন। বলেন, ৫০ টাকায় যাবেন তিনি। ন্যায্য ভাড়া চাওয়ায় তার রিকশায় উঠেন রাসেল।

রাসেল বলেন, ‘প্রথমে মেয়েটির মায়ের কথা জিজ্ঞেস করলে দ্বীন মোহাম্মদ জানান, মারা গেছে। এটা শুনে আমি ‘থ’ মেরে বসে রইলাম। এরপর আস্তে আস্তে আলাপ করতে থাকলাম তার পরিবার ও অন্যান্য বিষয়ে। একপর্যায়ে তিনি বললেন-মেয়েটির মা করো সঙ্গে পালিয়ে গেছে।’

রাসেলের সঙ্গে আলাপচারিতায় রিকশাচালক জানান, গ্রামে বৃদ্ধ বাবা ছাড়া আর কেউ নেই তার। মা মারা গেছেন বেশ কয়েক বছর আগে। গ্রামে জমি-জিরাতও নেই। জীবনধারনের মতো তেমন ভালো সুযোগও নেই। এজন্য ঢাকায় এসেছেন জীবিকার খোঁজে। একদিকে অর্থ সংকট, অন্যদিকে অবুঝ শিশুকে রেখে স্ত্রীর চলে যাওয়ার কষ্ট বুকে নিয়ে ঢাকায় মানবেতর জীবন শুরু করেছেন ঢাকায়।’

দ্বীন মোহাম্মদ বলেন, ‘দুদিন হলো ঢাকায় এসেছি। মেয়েটির জন্য অনেক কষ্ট হয়। মেয়েকে নিয়ে সব সময় চিন্তায় থাকি। অনেক সময় নানান কিছু চায়, দিতে পারি না। তখন আরও কষ্ট হয়। যদি কিছু টাকা থাকতো ভাসমান হলেও ছোট কোনো দোকান দিয়ে চলতাম। রিকশা চালিয়ে যা পাই তা দিয়ে মনে হয় চলতে পারবো না। নতুন এসেছি ঢাকায় তাই তেমন কিছু চিনি না। এজন্য ভাড়া পাই কম।’

যাত্রী ইহতেসাম রাসেল বলেন, ‘লোকটির অসহায়ত্ব দেখে খুবই কষ্ট লাগলো। সাধ্যমতো যতটুকু পেরেছি সহযোগিতা করলাম। কিন্তু আমি জানি এতে তার তেমন কোনো উপকার হবে না। সামর্থবানরা যদি এ ধরনের লোকদের পাশে দাঁড়ায় তাহলে তাদের কষ্ট একটু হলেও লাঘব হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘মন্ত্রী ছাড়া নেতাদের দাম কমছে আওয়ামী লীগে’

নিজস্ব প্রতিবেদক: সরকার এবং দলকে আলাদা করার লক্ষ্য নিয়ে গত চার মেয়াদে মন্ত্রিসভা সাজাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণেই যারা মাঠের নেতা,

দক্ষিণ কোরিয়ার নির্মাণ ও মৎস্য খাতে যেতে পারছেন না প্রায় ৩০০০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ কোরিয়া শ্রমবাজারে বাংলাদেশি কর্মীরা কাজ করছেন দীর্ঘদিন ধরে। দেশটিতে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে উৎপাদশিল্পে শ্রমিক যাচ্ছেন। এই

বিএসএফের গুলিতে নিহত স্কুলছাত্রের মরদেহ ফেরত ভারতের  

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত ৭ম শ্রেণির ছাত্রের ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত

সিরাজগঞ্জ শাহজাদপুরে খাদ্যে চেতনানাশক মিশিয়ে দূর্ধর্ষ চুরি, নারী ও শিশুসহ অসুস্থ্য ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি গ্রামের ইয়াছিন মোল্লার বাড়ির সবাইকে খাদ্যে চেতনানাশক মিশিয়ে অচেতন করে সোমবার রাতে দূর্বৃত্তরা নগদ ১ লাখ টাকা,

বাঁশখালীতে রিকশাচালক-সি.এন.জি শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার চাম্বল, শেখেরখীল, ছনুয়া রিকশাচালক ও সি.এন.জি. ৪ (স্টোক) শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লি. এর অন্তবর্ত্তী ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে স্বচ্ছ ও

যারা চাঁদাবাজি করে তাদেরকে ক্ষমতায় দেওয়া যাবে না: ফয়জুল করীম

ডেস্ক রিপোর্ট: প্রয়োজনীয় সংস্কারের আগে নির্বাচন দিলে সেটি প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। তিনি