নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শিয়ালকোল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন তালুকদারকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসনে সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজের নির্দেশনায় দপ্তর সম্পাদক স্বপন সেখ এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিরাজগঞ্জ জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার শাখার অধীনস্থ ৪নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন তালুকদারকে প্রাথমিক সদস্য পদ সহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসনে সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ এই নির্দেশনা প্রদান করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেত্রকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।