নজরুল ইসলাম: সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ শাখার উদ্যোগে দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে আব্দুল্লাহ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাগর মির্জার সভাপতিত্বে শিয়ালকোল বাজার এলাকায় প্রদক্ষিণ শেষে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য আব্দুল কাইয়ুম, কলেজ শাখা ছাত্রদলের শাহেদ আলী, শিয়ালকোল ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান লিমনসহ ইউনিয়নে স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহনে এই কর্মসূচি পালন করা হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.