নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ঐতিহ্যবাহী আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির আওতায় এক ওরিয়েন্টেশন সোমবার (২৮এপ্রিল) সকাল ১০টায় আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় সিরাজগঞ্জ নিরাপদ খাদ্য অফিসার আতিকুর রহমানের সভাপতি ও সঞ্চালনায় প্রধান অতিথি জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ এর উপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মাছুদ রানা।
আলোচনায় অংশ নেন নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর মনজুর আলম, প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়, প্রভাষক আবু রায়হান, প্রমূখ।
শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করার লক্ষে বিভিন্ন পরামর্শমূলক নির্দেশনা দেওয়া হয়।
এসময় নিরাপদ খাদ্য বিষয়ক প্রশ্নোত্তর পর্বে ৫জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিতিদের মাঝে খাবার বিতরণ করা হয়।