
নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের ৮টি দলের অংশগ্রহণে বুধবার (২৮মে) বিকেলে আন্ত ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্ব শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে।
শিয়ালকোল ক্রীড়া সংঘের আয়োজনে ইউনিয়ন আন্ত ফুটবল লীগের-২৫ ইং এর সভাপতি ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক স্বপন সেখ, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান ও সংগঠক। শিয়ালকোল ইউনিয়ন আন্ত ফুটবল লীগ এর উদেশ্য হলো তৃনমূল প্রতিভান খেলোয়াড় খুজে বের করার লক্ষ্যে সকল শিয়ালকোল ইউনিয়ন প্রায় শতাদিক খেলোয়াড়দের অংশগ্রহনে করেন। শিয়ালকোল ইউনিয়নের চারটি মাঠ প্রাঙ্গনে এই খেলা অনুষ্ঠিত হয়। শিয়ালকোল, চন্ডাসগাতি,শিলন্দা ও উত্তর সারটিয়া। অংশগ্রহনকৃত দলগুলো হলো শিয়ালকোল রাইডার্স, শিয়ালকোল টাইগার একাদশ, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব শিয়ালকোল, প্রভাত সংঘ শিয়ালকোল, শিয়ালকোল ক্রীড়া চক্র, অল স্টার ক্লাব শিয়ালকোল, শিয়ালকোল সুপার কিং, শিয়ালকোল সুপার জায়েন্ট। এছাড়া শিয়ালকোল ক্রীড়া চক্র বনাম শিয়ালকোল প্রভাত এবং শিয়ালকোল সুপার কিং বনাম শিয়ালকোল টাইগার একাদশ আগামী উত্তর সারটিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।











