নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোলের বহুতী এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাদশা মিয়া (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে আপন মামা শশুরের ছেলে মনি ফকিরের বিরুদ্ধে।
শুক্রবার (৬জুন) রাত সাড়ে ১০ টার দিকে বহতী গ্রামে নিহতের বাড়ীর পাশে এ ঘটনা ঘটে। মাথায় আঘাত প্রাপ্ত বাদশা মিয়ার অবস্থার অবনতি দেখা দিলে সিরাজগঞ্জ থেকে বগুড়া জিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসারত অবস্থায় আজ ভোর ৭টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলে নিহতের স্বজনেরা জানান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সদর উপজেলা কালিয়াহরিপুর গ্রামের মোতালেব হোসেনের মেয়ে মুন্নি বেগম ও বহুতী গ্রামের ইব্রাহিম সেখের পুত্র বাদশা মিয়া প্রেম করে বিয়ে করেন। দাম্পত্য জীবনে পারিবারিক কলহ জেরে দুই মাস আগে বাদশা মিয়ার বাড়িতে একটি সালিশ বৈঠক বসে। সেই বৈঠকে আপন মামা শশুরের ছেলে মনি ফকির (২৫) নানান হুমকি প্রদান করতে থাকে এবং পরে ঝামেলা হলে দেখে নিবে বলে জানিয়ে দেয়। এরই জের ধরে গতকাল শুক্রবার (৬জুন) রাত সাড়ে দশ টার দিকে বাদশা মিয়াকে বাড়ী থেকে মোবাইলে ডেকে নিয়ে পুকুর পাড়ে কালভার্টের পাশে মনি ফকির তাঁকে বড় চাপাতি দিয়ে মাথায় পিছনে, ডানে ও মাঝখানে মোট চারটি কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করেন। ভিকটিমের চিৎকারে স্থানীয়রা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (নিঃ) প্রণয় কুমার প্রামানিক বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। এ বিষয়ে হত্যার কারন ও মামলার প্রস্তুতি চলছে। দ্রুতই হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.