শিয়ালকোলে ঈদের নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২শতাধিক

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ঈদের নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০০ জন আহত হয়েছেন। এ সময় বসতবাড়ী ও জীবিকা নির্বাহকারী গাড়িতে আগুন, সোনা ও রুপার গহনা লুটসহ প্রতিপক্ষকে টার্গেট করে রাবার বুলেট ও গুলি বিদ্ধ হয়ে অন্তত ৫ থেকে ৭জন গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

রোববার (৮ ও ৯জুন) দুইদিন ব্যাপী সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় আড়িয়া মোহন ও ছোট আড়িয়া মোহন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় নেতৃবৃন্দ আগামীকাল বুধবার সকাল ৯টায় বিচারের আশ্বাসে উভয়পক্ষ শান্ত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় আড়িয়ামোহনের নজরুল ইসলাম (৩০) ও ছোট আড়িয়ামোহনের হিমেল (৩২) এর মধ্যে ঈদ-উল-আযহার দিনে স্থানীয় আড়িয়া মোহন ঈদগাহ মাঠে নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে হিমেল নজরুলকে আঘাত করে। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিলেও ওই দিন রাত সাড়ে ৯টার দিকে হিমেল ও বহিরাগত লোকজন নিয়ে নজরুল ইসলামসহ বড় হামকুড়িয়া গ্রামের কিছু সংখ্যক লোকজনকে আঘাত করলে বিষয়টি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। তারপর থেকেই দু’গ্রামের লাঠি, বাঁশ ও দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে আক্রমনে বেঁধে যায়। এ সংঘর্ষে ছোট আড়িয়ামোহন গ্রামের তেমন ক্ষয়ক্ষতি না হলেও বড় আড়িয়ামোহন গ্রামের ৪-৫জন গুলিবিদ্ধ ও কমপক্ষে ২’শ জন হতাহত হয়ে সদর থানায় চারটি অভিযোগ দায়ের করেন। তবে ঘটনার আড়াল করতে ছোট আড়িয়ামোহনের শহিদুল বাদী হয়ে অপর একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।

এ হামলায় বড় আড়িয়ামোহন গ্রামের সুলতানের ছেলে মাহবুবের বসতবাড়িতে আগুনে নগদ টাকা লুটপাট ও আলমারী ভেঙ্গে ২লাখ টাকা, ৫ভরি স্বর্ন, সেলাই মেশিনসহ আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। ইসহাকের পুত্র সোবাহানের খরের পালায় আগুনসহ বসতবাড়িতে ভাঙ্চুর, মৃত মনছের আলীর ছেলে আবুল হাশেমের নগদ ১৫ লাখ টাকা, জমির দলিল, ঘরে থাকা ফ্রিজ ও ৩টি বসতঘরে আগুন, আমজাদ হোসেনের ছেলে আমিরের বসতঘর দরজা ভাঙ্চুর, আফতাব মুন্সির ছেলে বারিক সরকারের বসত ঘর ভাঙ্চুর করে আগুন, বুকে গুলি, তাঁর ছেলে ডাক্তার রুহুল আমিন পায়ে গুলি, আলম সরকারের ছেলে পলাশ সরকারের ঘারে গুলি, মৃত জয়নালের ছেলে শাহ আলী পায়ে গুলি, আব্দুল আলিমের ছেলে রাবার বুলেট আহত মিল্লাত, সাইফুল সরকারের ছেলে শফি সরকারের বসতঘরে ফ্রিজ, ৪০হাজার টাকা খাসি ছাগলকে দাঁ দিয়ে কুপিয়ে হত্যা ও লাখ টাকা দামের ৩টি গরু লুট, মোহাম্মদ মুন্সির ছেলে শফি শেখের ঘরের গ্লাস ১টি ছাগলসহ আসবাবপত্র লুট,শাহাআলীর ছেলে আরিফ ও স্ত্রীর ব্যাগে থাকা গয়নাসহ দুইটা পবিত্র কুরআন শরীফে আগুন, আফতাব সরকার ছেলে খালেক সরকারের বাড়িঘর ভাঙ্চুর ও আগুন, ইসমাঈল মাষ্টারের ছেলে কবির হোসেনের ফার্মে ভাঙ্চুর, আব্দুল আলিমের ছেলে মনিরুলের মিনি ট্রাক ভাঙ্চুর, ভিতরে থাকা ৩০হাজার টাকা লুট, মৃত মহির উদ্দিনের ছেলে দুলাল সেখের নতুন ৭৫ হাজার টাকার ভ্যানগাড়ী পোড়ানোসহ কাছে থাকা মোবাইল ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় প্রতিপক্ষ নেতৃত্বদানকারী শহিদুল তাঁর ছেলে হিমেলসহ সহস্রাধিক লোকজন প্রত্যক্ষভাবে জড়িত বলে জানা যায়। এদিকে বড় আড়িয়ামোহন গ্রামের হাসপাতাল থেকে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। তবে হাসপাতালে ভর্তিকৃত রোগী ও ভুক্তভোগীরা সঠিক বিচার চেয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবী করছেন।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ নেওয়া হয়েছে। উভয়পক্ষকে শান্ত করা হয়েছে। পুলিশ সার্বক্ষনিক পর্যবেক্ষণ করছে। পাশাপাশি সেনাবাহিনীর ১১পদাতিক ডিভিশনের দায়িত্বরত কর্মকর্তাগনেরও নজরে রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাম্বল ইউনিয়ন যুব বিভাগের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয়ার্ধ সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাম্বল ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত আন্ত:ওয়ার্ড

তেল আবিবে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: ইসরায়েলের তেল আবিব শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে একটি বিস্ফোরণ ঘটেছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক

চলনবিলে আকস্মিক বন্যা: ব্যাপক ক্ষতির মুখে কৃষক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাসহ চলনবিল অঞ্চলে আকস্মিক বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নাবি জাতের ইরি-বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে কোরবানির ঈদকে ঘিরে কৃষকের

শাপলা চত্বরে গণহত্যার পুরস্কার পান ‘ডিবি হারুন’

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশে থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেন তৎকালীন ডিএমপি

পুকুরে দেয়াল তুলছে বিএসএফ, টহল বৃদ্ধি বিজিবির কুমিল্লা সীমান্ত

নিজস্ব প্রতিবেদক: এবার কুমিল্লা সীমান্তে পুকুরের মধ্যে দেয়াল তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুকুরটির অর্ধেক ভারতে আর অর্ধেক বাংলাদেশে পড়েছে। উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে

রমজানের পবিত্রতা রক্ষায় সলঙ্গায় জামায়েত ইসলামীর স্বাগত র‍্যালী অনুষ্ঠিত 

জুয়েল রানা: মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে, বাংলাদেশ জামায়েত ইসলামী সলঙ্গা সহর