
নিজস্ব প্রতিবেদক: শিয়ালকোলের এক মাদ্রাসার জায়গা দখলের প্রতিবাদ করায় হাসান নামের এক যুবকে মারধর করে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও তাঁর স্বজনদের বিরুদ্ধে।
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৬ মে) বিকেল ৪টার দিকে স্কুল মাঠে আন্ত ফুটবল টুর্নামেন্ট খেলা দেখার শেষে রাস্তার পথিমধ্যে গতিরোধ করে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি রেজাউল করিমের ছেলে ছাত্রলীগের সদস্য মাইনুল, মেহেদী। ছোট ভাই যুবলীগ নেতা রাশিদুল, শ্যালোক দুবাই প্রবাসী রফিকুল সহ রেজাউল করিমের স্ত্রী হামিদা ওই যুবককে বেধড়কভাবে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মনসুর আলী মেডিকেল কলেজে ভর্তি করানো হয়।
এর আগে দৈনিক জাতীয় ও সিরাজগঞ্জ থেকে প্রকাশিত পত্রিকায় মাদ্রাসার জায়গা দখল করে গরুর ফার্ম গড়ে তোলার অভিযোগ তোলে ওই যুবক হাসান। ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের হত্যা মামলার আসামী রেজাউল করিমের ও মাদ্রাসার সুপার নুরুল আলম আনসারীর যোগসাজসে এ অবৈধ দখল নিরবে চালিয়ে আসছিল ওই নেতা। এদিকে
অবৈধ জায়গা দখলমুক্ত ও মাদ্রাসার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসন ও যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হলেও অদৃশ্য শক্তির কারনে মাদ্রাসার জায়গা দখলমুক্ত না হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।