‘শিবির বলে পুলিশের হাতে তুলে দে’

ঠিকানা টিভি ডট প্রেস: আবরার ফাহাদকে পিটিয়ে মারার আগে ফেসবুক মেসেঞ্জারে এ নিয়ে কথা বলেছেন খুনিরা। আবরারকে নিয়ে অন্তত ১৭ জনের কথোপকথনের রেকর্ড পেয়েছে তদন্তসংশ্লিষ্ট গোয়েন্দা পুলিশ।

বুয়েটের শেরেবাংলা হল শাখা ছাত্রলীগের একটি ম্যাসেঞ্জার গ্রুপ রয়েছে। সেটির নাম এসবিএইচএসএল (শের-ই-বাংলা হল ছাত্রলীগ)। শনিবার রাতে ছাত্রলীগ নেতাদের এই গ্রুপে বুয়েট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন লেখেন,সেভেন্টিনের আবরার ফাহাদ। মেরে হল থেকে বের করে দিবি দ্রুত। এর আগেও বলেছিলাম। তোদের তো দেখি বিগার নাই। শিবির চেক দিতে বলেছিলাম। দুই দিন টাইম দিলাম।’ এরপর একজন সেখানে লেখেন,ওকে ভাই’। রবিন আবার লেখেন, ‘দরকার হলে ১৬তম ব্যাচের মিজানের সঙ্গে কথা বলবি। ও তার সঙ্গে শিবিরের ইনভলভমেন্ট থাকার প্রমাণ দিবে।’ ম্যাসেঞ্জার গ্রুপেই রবিবার রাত ৭টা ৫২ মিনিটে সবাইকে হলের নিচে নামার নির্দেশ দেন রবিন। এর পরই রাত ৮টা ১৩ মিনিটে আবরার ফাহাদকে তাঁর রুম থেকে ডেকে নিয়ে যান তানিম, বিল্লাহ, অভি, সাইফুল, রবিন, জিওন ও অনিক। রাত ১টা ২৬ মিনিটে ইফতি মোশাররফ সকাল ম্যাসেঞ্জারে লেখেন, ‘মরে যাচ্ছে, মাইর বেশি হয়ে গেছে। এখন আমরা কী করব?’ রবিন বলেন, ‘শিবির বলে পুলিশের হাতে তুলে দে।’

রাত ১২টা ৩৮ মিনিটে ‘এসবিএইচএসএল ১৬+১৭’ গ্রুপ নামের আরেকটি ম্যাসেঞ্জার গ্রুপে বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা লেখেন,‘আবরার ফাহাদ কি হলে আছে?’ জবাবে শামসুল ও সজীব জানান, ‘২০১১-তে আছে।’ এ কক্ষেই অমিত সাহা থাকেন। মেসেঞ্জারে অন্য আরেকটি কথোকথন পাওয়া গেছে, যা ছিল অমিত সাহা ও ইফতি মোশাররফ সকালের মধ্যে। এতে অমিত সাহা লিখেছেন, ‘আবরার ফাহাদের ধরছিলি তরা?’ ইফতি জবাব দেন, ‘হ’। আবার প্রশ্ন করেন অমিত, ‘বের করছোস?’ জবাবে ইফতি পাল্টা প্রশ্ন করেন, ‘কী হল থেকে নাকি স্বীকারোক্তি।’ এবার অমিত লেখেন, ‘স্বীকার করলে তো বের করা উচিত।’ এরপর ইফতি জবাব দেন, ‘মরে যাচ্ছে; মাইর বেশি হয়ে গেছে।’ জবাবে অমিত সাহা লেখে, ‘ওওও বাট তাকে তো লিগ্যালি বের করা যায়।’

এদিকে, গতকাল সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রিমান্ডে থাকা ইফতি। হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরী তাঁর জবানবন্দি রেকর্ড করেন। ইফতি তাঁর জবানবন্দিতে বলেছেন, মেহেদী হাসান রাসেল, অনিক সরকারসহ ২০-২৫ জন আবরারকে মারধর করে। ক্রিকেট খেলার স্টাম্প, মশারি টাঙানোর লোহার রড দিয়ে আঘাত করার পাশাপাশি কিল, ঘুষি, চড়-থাপ্পড় দেওয়া হয়। এক দল মারধর করে বেরিয়ে গেলে আরেক দল এসে মারধর করে। বাইরে থেকে আবার তারা ফিরে এসে মারধর করে। এভাবে দফায় দফায় আবরারকে মারধর করা হয়। একপর্যায়ে আবরার নিস্তেজ হয়ে পড়েন। এরপর তাঁকে ওই কক্ষ থেকে বের করে নেওয়া হয়। এরপর ডাক্তার ডাকা হয়। ডাক্তার পরীক্ষা করে জানান আবরারের মৃত্যু হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হঠাৎই বাংলাদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রকল্প স্থগিত করল ভারত, জানা গেল কারণ

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের মূলভূখণ্ডে ডিজেল পরিবাহী পাইপলাইন আরও সম্প্রসারিত করার পরিকল্পনা হঠাৎ স্থগিত করেছে ভারত। বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের কারণ উল্লেখ করে এই

বাজার ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে হাটবাজার ইজারার দরপত্র মূল্যায়ন শেষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে

মাদ্রাসা নিয়োগে অনিয়মের অভিযোগে  ডিসি-ইউএনওসহ ১১ জনের নামে আদালতে মামলা 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ঘুষ নিয়ে গোপন পরীক্ষার মাধ্যমে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গোন্তা আলিম মাদ্রাসা চার প্রার্থীকে নিয়োগ দেওয়ার অভিযোগে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি), অধ্যাপক সি আর আবরার। বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়।

আরও থাকবে তাপদাহ, শুক্রবার বাড়বে গরম

ঠিকানা টিভি ডট প্রেস: তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল’) পর্যন্ত যেই তাপদাহ থাকবে শুক্রবার থেকে

এবার আ.লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ প্রায় ২০০ নেতার অবস্থান ফাঁস

অনলাইন ডেস্ক: শীতের সন্ধ্যা, কলকাতার উপকণ্ঠের এক রাস্তায় গাড়িতে কথা বলার জন্য বসেছিলাম আমি আর বাংলাদেশ জাতীয় সংসদের এক সাবেক সদস্য। যাত্রাপথটা ছিল আধঘণ্টার একটু