মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) রাতে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন-২ এর কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও আহতরা জানান, মাদারীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন। সন্ধ্যায় শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় কাজীর দোকান নামক স্থানে পৌঁছালে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে এবং ছাত্রলীগ নেতা সুমন ফকিরের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে জয়বাংলা স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র হাতে নিয়ে লিফলেট বিতরণকারীদের ওপর হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহতরা জানান, হামলা এতটাই আকস্মিক ছিল যে অনেকেই মোটরসাইকেল ফেলে খাল–বিল সাঁতরে প্রাণ বাঁচান।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.