মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পর ময়নাকাটা নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিবচর পৌরসভার ঠেঙ্গামারা সংলগ্ন ময়নাকাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত এনায়েত শেখ শিবচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২ জুলাই রাত ১০টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান এনায়েত। রাতে বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নেওয়া হয়। পরে ৫ জুলাই বড় ভাই ইলিয়াস শেখ শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শনিবার রাত ১০টার দিকে ময়নাকাটা নদীর তীরে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে নৌকায় করে নদীর বিভিন্ন স্থানে খোঁজ করে মরদেহটি দেখতে পান। পরে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করে থানায় খবর দেন। এরপর শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে।
ওসি আজহার আলী বলেন, “রাত সাড়ে ১২টার দিকে আমরা মরদেহটি উদ্ধার করি। নিহতের শরীরের বিভিন্ন অংশ দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.