শিক্ষার্থীর স্কুলব্যাগ থেকে বইয়ের সাথে বেরুলো পিস্তল, স্কুলজুড়ে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক: স্কুলের ব্যাগে সাধারণত বইখাতা, টিফিন কিংবা পানির বোতল থাকার কথা। তবে সেই ব্যাগে পিস্তল থাকার কথা শুনেছেন কখনো? এবার এমনই এক অবাক করা ঘটনা ঘটল ভারতের মুর্শিদাবাদের বেলডাঙায়। এ ঘটনায় স্কুলের শিক্ষকদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝেও এ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

শনিবার জেলার বেলডাঙা ২নং ব্লকের আন্দুলবেড়িয়া হাইস্কুলের এক শিক্ষার্থী তার স্কুলব্যাগে করে একটি দেশি পিস্তল নিয়ে যায় স্কুলে। জানা গেছে, ওই ছাত্রের চাচা স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সভাপতি। অভিযোগ উঠেছে স্কুলের প্রহরীর সঙ্গে ওই শিক্ষার্থী ও তার বন্ধুর কোনো বিষয়ে বিরোধ হয়েছিল। তারই জেরে তারা পিস্তল নিয়ে তাকে ভয় দেখাতে চেয়েছিল।

তবে বিষয়টি অস্বীকার করেছে ওই শিক্ষার্থী। তার দাবি, স্কুলের গেটম্যানের সঙ্গে তাদের কোনো কিছু হয়নি। কোনো ঝামেলাও নেই তার সঙ্গে। এই পিস্তলটা রাস্তার পাশে পড়েছিল। তাই সেটা কুড়িয়ে নিয়ে এসেছিল। গেটম্যানকে মারতে চায়নি। অপর এক শিক্ষার্থী জানায়, আসার পথে স্কুলের কাছেই রাস্তায় পড়েছিল পিস্তলটি। সেটাই নিয়ে এসে অন্যদেরও দেখানো হয়। গেটম্যানের সঙ্গে তাদের কোনো ঝামেলা নেই।

পুলিশ আপাতত ওই দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করছে। তারা এ ধরনের পিস্তল কোথায় পেয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। এভাবে স্কুলছাত্রদের কাছে পিস্তল চলে এলে তার পরিণতি যে ভয়াবহ হতে পারে; সে কারণে পুলিশ অত্যন্ত সতর্কভাবে বিষয়টি দেখভাল করছে।

এদিকে ওই দুই শিক্ষার্থীর দাবি, পিস্তলটা তারা রাস্তার পাশে কুড়িয়ে পেয়েছে। প্রশ্ন হলো-রাস্তার ধারে পিস্তল এল কোথা থেকে? এমনকি, পিস্তল পাওয়ার পরও তারা কেনো স্কুলের প্রধান শিক্ষকের কাছে সেটি জমা দিল না-সেই প্রশ্নও উঠেছে। সব মিলিয়ে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। ওই স্কুল শিক্ষার্থী আদৌ সত্যি বলছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আলী রায়হানের পিতা এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা

ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন মোদি, জানালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: হোয়াইট হাউসে বৈঠকের জন্য সম্ভবত ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রে আসতে পারেন বলে জানিয়েচেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে,

বাবরি মসজিদ ভাঙ্গার রায় হতে যাচ্ছে আজ।

 মুসলিমদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ১৯৯২ সালের ডিসেম্বরে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছিল। ২৮ বছর পর সেই মসজিদ ভাঙ্গার রায় হতে যাচ্ছে আজ। মসজিদ ধ্বংসের মামলার রায়

ছাত্রদল নেতাকে ৫০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেন এসআই, অতঃপর….

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে আটক করে ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে ছেড়ে দেয়ার পর তা ফেরত দেয়ার ঘটনায় সদর থানার এসআই তরিকুল ইসলামকে

পড়া ছেড়ে প্রশ্নের খোঁজে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিক্ষাক্রম-২০২২ আলোকে শুরু হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা। বুধবার (৩ জুলাই) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে, যা শেষ

মে মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ২২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে গত বছরের একই সময়ে দেশে ৬০১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশের রেমিট্যান্স প্রবাহ গত বছরের