নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা”। মানবিক উন্নয়নমূলক সংগঠন গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি’র উদ্যোগে মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) সকালে তালগাছি আবু ইসাহাক উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অষ্টম শ্রেণির মোট ৩০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ইংরেজি ভাষা শিক্ষার প্রতি ভয় কাটিয়ে আত্মবিশ্বাস বৃদ্ধি ও ভাষা দক্ষতা বিকাশই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালগাছি আবু ইসাহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. পারভেজ আক্তার। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার কর্মকার, গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিডিপি প্রোগ্রাম) নিকোলাস কিস্কু, অ্যাসিস্ট্যান্ট অফিসার পনুয়েল মণ্ডল ও কম্পিউটার প্রশিক্ষক মো. রুহুল আমিন।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থীদের অভিভাবক ও গুড নেইবারসের কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই গুড নেইবারসের এই উদ্যোগের মূল লক্ষ্য।#
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.