শিক্ষার্থীকে কুপিয়ে বন্যার্তদের জন্য তোলা টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: বন্যার্ত মানুষের সহযোগিতার জন্য ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তোলা সাড়ে ১৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ আগস্ট’) রাতে রাজধানীর মোহাম্মদপুরের চানমিয়া হাউজিং সংলগ্ন চাররাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের চাপাতির আঘাতে মো. জুয়েল রানা নামের এক শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।’

প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী ভবনের সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে, শনিবার বানভাসী মানুষের জন্য ত্রাণ উত্তোলন ও ক্রাউড ফান্ডিং শেষে টাকা নিয়ে ফিরছিলেন জুয়েল রানা। এ সময় আচমকা কয়েকজন কিশোর তার ওপর হামলা চালিয়ে সঙ্গে থাকা সাড়ে ১৫ হাজার টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় চাপাতি দিয়ে এলোপাথাড়ি জুয়েলকে কোপাতে থাকে তারা। একপর্যায়ে মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

একপর্যায়ে জুয়েলকে রেখে পালিয়ে যান দুর্বৃত্তরা। জুয়েলের পরিবার থেকে জানা গেছে, আক্রমণের খবর পেয়ে জুয়েলের বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন জুয়েল। তিনি শ্যামলী আইডিয়াল কলেজের এইচএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য একটি বেসরকারি প্রতিষ্টানে চাকরি করেন তিনি।

হাসপাতালে গিয়ে দেখা গেছে, জুয়েল রানা ওয়ার্ড বা কেবিন না পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দোতলার বারান্দায় আছেন। তিনি বলেন, ‘আমি কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনের একনিষ্ঠ যোদ্ধা। আন্দোলন পরবর্তী সময়ে বন্যা দুর্গত মানুষের সহযোগিতার জন্য ত্রাণ সংগ্রহ করছি। গতকাল আমি উত্তোলনকৃত অর্থ নিয়ে বাসায় ফিরছিলাম। আচমকা কয়েকজন ছিনতাইয়ের উদ্দেশ্যে আমার ওপর আক্রমণ করে।’

আক্রমণকারীদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘মোহাম্মদপুর এলাকায় অনেকগুলো কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। তারা মাদকসেবন ও ডিলিংয়ের সঙ্গে জড়িত। গতকাল দুপুর থেকেই তারা আমাকে ফলো করছিল। সুযোগ পেয়েই তারা ছিনতাইয়ের চেষ্টা করে।’

জুয়েল বলেন,‘আমি মানবতার সেবায় কাজ করছিলাম। অথচ আমাকেই আক্রমণের শিকার হতে হলো।’ সরকার ও আইনশৃঙ্খলাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন,আমি চাই না, আর কোনও ভাই এমন পরিস্থিতির শিকার হোক।’ তিনি হামলাকারীদের শাস্তি দাবি করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফার্মেসিতে অচেতন করে কলেজছাত্রীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর চাটখিলে ফার্মেসিতে অচেতন করে এক কলেজছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে নূর হোসেন পলাশ (৪২) নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২

দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে কঠোর পদক্ষেপ

অনলাইন ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির মিউনিসিপ্যাল করপোরেশন (এমসিডি) শহরের স্কুলগুলোতে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের চিহ্নিত করতে কার্যক্রম শুরু করেছে। একইসঙ্গে ভর্তির সময় শিক্ষার্থীদের পরিচয় সঠিকভাবে

সিরাজগঞ্জে অর্ধেক গ্যাস অর্ধেক হাওয়া দেওয়ার অভি‌যোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিএনজি চালিত যানবাহনে অর্ধেক গ্যাস অর্ধেক হাওয়া দেওয়ার অ‌ভি‌যোগ এ‌্যালবাট্রস সিএনজি ফিলিং স্টেশনের মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে। অবৈধ উপায়ে ভিআইপি গাড়ি প্রবেশ করিয়ে চাঁদা

‘বিরল পূর্ণ সূর্যগ্রহণ, স্থায়ী হবে কতক্ষণ’

আন্তর্জাতিক ডেস্ক: ৫০ বছরের মধ্যে দীর্ঘতম সূর্যগ্রহণ ঘটবে আজ। সোমবার এই (৮ এপ্রিল) বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। এবারের পূর্ণ সূর্যগ্রহণটি ৭ দশমিক ৫

মাদ্রাসা ছাত্রকে অমানবিক নির্যাতন করেন,প্রধান মাওলানা।

জোরারগঞ্জ থানা পাশে আশরাফুল উলুম তাহফিজুল কুরআন হাফেজি মাদ্রাসার প্রধান মাওলানা ফয়জুল্লার কাণ্ড দেখুন!  গত সোমবার ২৮ তারিখ সন্ধার সময় বারৈয়ারহাট বাজারের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী

একনেকে ৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৮ হাজার ৪২৫ কোটি ৫১