শিক্ষার্থীকে কুপিয়ে বন্যার্তদের জন্য তোলা টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: বন্যার্ত মানুষের সহযোগিতার জন্য ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তোলা সাড়ে ১৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ আগস্ট’) রাতে রাজধানীর মোহাম্মদপুরের চানমিয়া হাউজিং সংলগ্ন চাররাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের চাপাতির আঘাতে মো. জুয়েল রানা নামের এক শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।’

প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী ভবনের সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে, শনিবার বানভাসী মানুষের জন্য ত্রাণ উত্তোলন ও ক্রাউড ফান্ডিং শেষে টাকা নিয়ে ফিরছিলেন জুয়েল রানা। এ সময় আচমকা কয়েকজন কিশোর তার ওপর হামলা চালিয়ে সঙ্গে থাকা সাড়ে ১৫ হাজার টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় চাপাতি দিয়ে এলোপাথাড়ি জুয়েলকে কোপাতে থাকে তারা। একপর্যায়ে মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

একপর্যায়ে জুয়েলকে রেখে পালিয়ে যান দুর্বৃত্তরা। জুয়েলের পরিবার থেকে জানা গেছে, আক্রমণের খবর পেয়ে জুয়েলের বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন জুয়েল। তিনি শ্যামলী আইডিয়াল কলেজের এইচএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য একটি বেসরকারি প্রতিষ্টানে চাকরি করেন তিনি।

হাসপাতালে গিয়ে দেখা গেছে, জুয়েল রানা ওয়ার্ড বা কেবিন না পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দোতলার বারান্দায় আছেন। তিনি বলেন, ‘আমি কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনের একনিষ্ঠ যোদ্ধা। আন্দোলন পরবর্তী সময়ে বন্যা দুর্গত মানুষের সহযোগিতার জন্য ত্রাণ সংগ্রহ করছি। গতকাল আমি উত্তোলনকৃত অর্থ নিয়ে বাসায় ফিরছিলাম। আচমকা কয়েকজন ছিনতাইয়ের উদ্দেশ্যে আমার ওপর আক্রমণ করে।’

আক্রমণকারীদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘মোহাম্মদপুর এলাকায় অনেকগুলো কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। তারা মাদকসেবন ও ডিলিংয়ের সঙ্গে জড়িত। গতকাল দুপুর থেকেই তারা আমাকে ফলো করছিল। সুযোগ পেয়েই তারা ছিনতাইয়ের চেষ্টা করে।’

জুয়েল বলেন,‘আমি মানবতার সেবায় কাজ করছিলাম। অথচ আমাকেই আক্রমণের শিকার হতে হলো।’ সরকার ও আইনশৃঙ্খলাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন,আমি চাই না, আর কোনও ভাই এমন পরিস্থিতির শিকার হোক।’ তিনি হামলাকারীদের শাস্তি দাবি করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চব্বিশের অনুপ্রেরণায় তরুণদের হাতে গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ-রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য

সিরাজগঞ্জ প্রতিনিধি: আজ ২৭ নভেম্বর (বুধবার)। সকাল ১০ ঘটিকায় সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের

‘বিএনপিকে ধোঁকা দিল কারা’?

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ এর নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে বিএনপি ধোঁকা খেয়েছিল। ওই নির্বাচনে ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সেটি ছিল একটি

কোনো অবস্থাতেই গাজায় যুদ্ধবিরতি নয় : ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের হাতে জিম্মি ২ শতাধিক ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের মুক্ত করা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অন্যতম লক্ষ্য; তবে সেজন্য গাজায়

মোল্লা কলেজে ভয়াবহ হামলা-সংঘর্ষ, ৩ শিক্ষার্থী নিহতের দাবি কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদক: ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এতে তিনজন শিক্ষার্থী নিহত হয়েছেন

বেলকুচিতে সরকারি গাছ কেটে বিক্রি করলেন ইউপি সদস্য , প্রতিবাদ দিয়ে ধামাচাপার চেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নে মেহেরনগর এলাকায় রাস্তার পাশে খাস জায়গা থেকে ২০ টি সরকারি গাছ কেটে বিক্রি করেছেন বড়ধুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের

ইউএনওর গোপন ভিডিও গার্ডের ফোনে, অতঃপর’

নিজস্ব প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাসের দেহরক্ষী আনসার সদস্যকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।