সিরাজগঞ্জ প্রতিনিধি: শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিমউদ্দিন মালিথার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (১০ অক্টোবর)। ২০২০ সালের এই দিনে তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ মৃত্যুবরণ করেন।
বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় নিবেদিত এই শিক্ষাবিদ দেশের বিভিন্ন স্বনামধন্য কলেজে অধ্যাপনা করেছেন। তিনি ছিলেন একাধারে কবি, গবেষক ও সংস্কৃতিচর্চায় নিবেদিত সমাজমনস্ক ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নিয়ে তাঁর গভীর গবেষণাধর্মী কাজের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। পাশাপাশি লিখেছেন একাধিক কবিতা ও প্রবন্ধগ্রন্থ।
শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা ও উদ্যোক্তা ছিলেন প্রফেসর নাছিমউদ্দিন মালিথা।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে সকাল ১০টায় উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এছাড়া পরিবারের উদ্যোগে বাদ আসর সিরাজগঞ্জের ওয়ারেসিয়া কবরস্থান ঈদগাঁ মাঠে এবং তাঁর জন্মস্থান রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে মালিথা বাড়ি জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.