রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শিক্ষক উন্নয়নের জন্য ইউনেস্কো-হামদান পুরস্কার (8ম সংস্করণ) পেয়েছে “গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি)।
বিশ্বে এই পুরস্কার প্রতি দুই বছর পর পর ইউনেস্কো আয়োজন করে। বিশ্বব্যাপী শিক্ষাদান এবং শেখার মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করার বিষয়টি এই অনুষ্ঠানে তুলে ধরা হয়।
জিএনবি শিক্ষা কার্যক্রম বাংলাদেশে শিশুদের, বিশেষ করে সুবিধাবঞ্চিতদের জন্য একটি বিস্তৃত এবং শিক্ষামূলক পরিবেশ নিশ্চিতের উদ্দেশ্যে কাজ করে।
বাংলাদেশের ৪ জেলার ১ হাজার ৬২২ জন শিক্ষার্থীকে সেবা দেয় জিএনবি। প্রতি বছর গড়ে ১ হাজার ৯০০ জন শিক্ষক জিএনবি থেকে প্রশিক্ষণ নেন।
বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধ করে এবং একটি নিরাপদ ও সহায়ক শিক্ষার পরিবেশ তৈরি করতেও কাজ করে জিএনবি। সংগঠনটি শিশুদেরকে সমাজের দায়িত্বশীল ও যোগ্য সদস্য হিসেবে গড়ে তুলছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.