জানা গেছে, অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি পালন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় জড় হয় শিক্ষার্থীরা। সেখান থেকে তারা শাহবাগের দিকে যায়।
এর আগে সেখানে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে ধাওয়া দেয় আন্দোলনকারীরা। পরে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতর অবস্থান নেয়। সেখান থেকে আন্দোলনকারীদের উপর ইট পাটকেল ছুড়তে থাকে। তখন আন্দোলনকারী শিক্ষার্থীরাও তাদের উপর পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকে।'
এক পর্যায়ে আন্দোলনকারীদের একটা অংশ গেইট ভেঙে ভিতরে প্রবেশ করে। সেখানে থাকা বিভিন্ন যানবাহন ভাঙচুর করে এবং বাইকে আগুন দেয়।
এসময় শাহবাগ মোড় আন্দোলনকারীরা দখল নেয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। বিস্তারিত আসছে...