সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান বদলিজনিত কারণে দায়িত্বস্থল ছেড়ে যাচ্ছেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে বদলির আদেশ পাওয়ার পর তিনি নতুন কর্মস্থলে যোগদানের প্রস্তুতি নিচ্ছেন।
দায়িত্বকালীন সময়ে তিনি উপজেলা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। দারিদ্র্যপীড়িত ও স্বল্প আয়ের মানুষের অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধান, দুর্যোগকালীন সহায়তা প্রদান, স্বাস্থ্য ও শিক্ষাসংশ্লিষ্ট কর্মকাণ্ডে তদারকি—এসব ক্ষেত্রে তার কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
করোনা মহামারি ও প্রাকৃতিক দুর্যোগের সময়ে মাঠপর্যায়ে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা তাঁর মানবিক সেবামূলক মনোভাবকে তুলে ধরেছে। এছাড়া উপজেলার রাস্তা-ঘাট উন্নয়ন, সরকারি সেবা সহজীকরণ এবং সামাজিক উদ্যোগ বাস্তবায়নেও তিনি সক্রিয় ছিলেন।
স্থানীয় প্রশাসন ও জনগণের কাছে তার দায়িত্বকাল ইতিবাচক প্রভাব রেখেছে। বদলি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর তিনি নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.