
এস এম রানা শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুব দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সাম্য,মানবিক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাদলবাড়ী ঈদগাহ মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব আব্দুল্লাহ আলমাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম, হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনবিপির সভাপতি মজিবর রহমান মিন্টু, সাধারন সম্পাদক হাজী মনির আহমেদ, সাংগাঠনিক সম্পাদক আব্দুর রউফ, উপজেলা কৃষক দলের সাংগাঠনিক সপাদক আব্দুল বাতেন সরকারসহ ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
এ সময় বক্তারা দেশনেতৃ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে মজবুত করতে এবং বাংলাদেশকে বিনির্মানের জন্যে সকলকে জাতীয়তাবাদী বিএনপির পাশে থাকার জন্য আহবান জানান।