শাহজাদপুরে লুটপাটে বাঁধা দেওয়ায় ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুটপাটে বাঁধা দেওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি গ্রামে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে প্রকাশ্য দিবালোকে ভাঙ্গারি ব্যবসায়ী আবু হানিফকে (৫০) একই গ্রামের মাদকাশক্ত সন্ত্রাসী বোরহান উদ্দিন(৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নিহত আবু হানিফ ওই গ্রামের মৃত রোজগার আলির ছেলে। হত্যাকারী সন্ত্রাসী বোরহান উদ্দিনও একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ছেলে। টাকার বিনিময়ে এ হত্যাকান্ডটি ধাপাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে এলাকাবাসি অভিযোগ করেছে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১১টার দিকে তালগাছি বাসস্ট্যান্ডের উত্তর পাশের শ্যালোক ছানোয়ার হোসেনের ভাঙ্গারি দোকানে ড্রামট্রাক লাগিয়ে ঘাতক বোরহান উদ্দিন ও তার সহযোগিরা ভাঙ্গারি মালামাল লুটের চেষ্টা করে। এ সময় ব্যবসায়ী আবু হানিফ তা দেখে এলাকাবাসীর সহযোগিতায় তা প্রতিহত করে। এতে ক্ষুব্ধ হয়ে এ দিন বেলা ১১টার দিকে তালগাছি বাজারের শফিউল আলম একাডেমি কেজি স্কুলের সামনে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহত আবু হানিয়ের লোকজন ঘাতক বোরহান উদ্দিনের পরিবারের দুইটি দোকান ভাংচুর করে।

এ বিষয়ে ঘাতক বোরহান উদ্দিনের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জানান, এদিন সকালে আমি একটি কাজে শাহজাদপুরে যাই। যাওয়ার সময় বোরহান আমার কাছে থেকে বাজার করার ১ হাজার ৩০০ টাকা জোর করে নিয়ে বাড়ি থেকে বের হয়। তিনি আরও জানান, ব্যবসায়ী আবু হানিফ আমার অত্মীয় হয়। তালগাছি বাজারের শফিউল আলম একাডেমি কেজি স্কুলের পাশের আমার বড় ছেলে সালাউদ্দিনের মুদি দোকানে আবু হানিফ বসে ছিল। এ সময় অকষ্মাৎ বোরহান উদ্দিন ছুটে এসে তাকে কুপিয়ে আহত করে। এরপর গুরুতর আহত আবু হানিফকে বগুড়া বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহত আবু হানিয়ের লোকজন ঘাতক বোরহান উদ্দিনের পরিবারের দুইটি দোকান ভাংচুর করে। তিনি বলেন, আমার ছেলে এলাকার বখাটেদেও সাথে মিসে মাদকাশক্ত হয়ে পড়েছে। অনেক চেষ্টার পর ৬ মাস ভাল থাকার পর আবারও নেশাগ্রস্ত হয়ে পড়েছে। নেশার টাকা জোগারে নানা অপরাধে জড়িয়ে পড়েছে। আমার ছেলে অপরাধী করেছে, তাই আমি সেনাবাহিনীকে ফোন দিয়ে বলেছি তাকে ধরে আইনানুগ ব্যবস্থা নিতে।
এ বিষয়ে জানতে শাহজাদপুর থানার ওসি সবুজ রানার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। #

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে অবৈধ বালি বিক্রির মহা উৎস

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অবাদে চলছে ফুলজোর নদীর তীর থেকে অবৈধ ভাবে বালি বিক্রির মহা উৎসব। জানা যায়, পৌর এলাকার ধানগড়া প্রামাণিক পাড়া ফুলজোর

ভারতের অপপ্রচারের বিরুদ্ধে ১৪৫ নাগরিকের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক: ভারতের অপপ্রাচারের বিরুদ্ধে দেশটির জনগণের উদ্দেশ্যে ১৪৫ বাংলাদেশি নাগরিক বিবৃতি দিয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) ‘ভারতের জনগণের কাছে আমাদের আবেদন’ শিরোনামে গণমাধ্যমে এই বিবৃতি

আওয়ামী লীগ সরকারের আমলে দেয়া সব বেসামরিক আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের আমলে দেয়া সব বেসামরিক আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে সরকার। আজ রবিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক আদেশে এ

দুই ভুয়া চিকিৎসককে ২ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে ২ ভুয়া চিকিৎসক‌কে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা ও চক্ষু সেবা কেন্দ্র সিলগালা

আবহাওয়ার সব রাডারই নষ্ট

বাংলা পোর্টাল: কয়েক দিন ধরে তীব্র গরমে কি মানুষ, কি প্রাণিকুল পুড়ে অঙ্গার হওয়ার অবস্থা। তাপপ্রবাহে প্রাণহানির সংখ্যাও বাড়ছে। কিন্তু আবহাওয়া কেমন হবে, কোন সময়ে

শান্তিনগরে সিরাজ সেন্টারে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শান্তিনগরের বেইলিরোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সোমবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে ভবনটির