শাহজাদপুরে লুটপাটে বাঁধা দেওয়ায় ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুটপাটে বাঁধা দেওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি গ্রামে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে প্রকাশ্য দিবালোকে ভাঙ্গারি ব্যবসায়ী আবু হানিফকে (৫০) একই গ্রামের মাদকাশক্ত সন্ত্রাসী বোরহান উদ্দিন(৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নিহত আবু হানিফ ওই গ্রামের মৃত রোজগার আলির ছেলে। হত্যাকারী সন্ত্রাসী বোরহান উদ্দিনও একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ছেলে। টাকার বিনিময়ে এ হত্যাকান্ডটি ধাপাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে এলাকাবাসি অভিযোগ করেছে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১১টার দিকে তালগাছি বাসস্ট্যান্ডের উত্তর পাশের শ্যালোক ছানোয়ার হোসেনের ভাঙ্গারি দোকানে ড্রামট্রাক লাগিয়ে ঘাতক বোরহান উদ্দিন ও তার সহযোগিরা ভাঙ্গারি মালামাল লুটের চেষ্টা করে। এ সময় ব্যবসায়ী আবু হানিফ তা দেখে এলাকাবাসীর সহযোগিতায় তা প্রতিহত করে। এতে ক্ষুব্ধ হয়ে এ দিন বেলা ১১টার দিকে তালগাছি বাজারের শফিউল আলম একাডেমি কেজি স্কুলের সামনে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহত আবু হানিয়ের লোকজন ঘাতক বোরহান উদ্দিনের পরিবারের দুইটি দোকান ভাংচুর করে।

এ বিষয়ে ঘাতক বোরহান উদ্দিনের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জানান, এদিন সকালে আমি একটি কাজে শাহজাদপুরে যাই। যাওয়ার সময় বোরহান আমার কাছে থেকে বাজার করার ১ হাজার ৩০০ টাকা জোর করে নিয়ে বাড়ি থেকে বের হয়। তিনি আরও জানান, ব্যবসায়ী আবু হানিফ আমার অত্মীয় হয়। তালগাছি বাজারের শফিউল আলম একাডেমি কেজি স্কুলের পাশের আমার বড় ছেলে সালাউদ্দিনের মুদি দোকানে আবু হানিফ বসে ছিল। এ সময় অকষ্মাৎ বোরহান উদ্দিন ছুটে এসে তাকে কুপিয়ে আহত করে। এরপর গুরুতর আহত আবু হানিফকে বগুড়া বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহত আবু হানিয়ের লোকজন ঘাতক বোরহান উদ্দিনের পরিবারের দুইটি দোকান ভাংচুর করে। তিনি বলেন, আমার ছেলে এলাকার বখাটেদেও সাথে মিসে মাদকাশক্ত হয়ে পড়েছে। অনেক চেষ্টার পর ৬ মাস ভাল থাকার পর আবারও নেশাগ্রস্ত হয়ে পড়েছে। নেশার টাকা জোগারে নানা অপরাধে জড়িয়ে পড়েছে। আমার ছেলে অপরাধী করেছে, তাই আমি সেনাবাহিনীকে ফোন দিয়ে বলেছি তাকে ধরে আইনানুগ ব্যবস্থা নিতে।
এ বিষয়ে জানতে শাহজাদপুর থানার ওসি সবুজ রানার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। #

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাবনায় প্রতিপক্ষের হামলায় আহত আ.লীগ কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: পাবনার সুজানগর উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোজাহার বিশ্বাস (৫৪) নামের এক আওয়ামী লীগ কর্মী মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ জুন’)

বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশে আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের ২৯ মিলিয়ন মার্কিন ডলারের

মেসের খাবারে মৃত সাপ, হাসপাতালে ১০ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহারের বাঙ্কা জেলার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের মেসের খাবারে মৃত সাপ পাওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া ওই খাবার খেয়ে কলেজের ১০ জন শিক্ষার্থী হাসপাতালেও

শ্রীপুরে মসজিদের সিড়ির উপর সহবাস বরখাস্ত ইমাম

রমজান আলী রুবেল (শ্রীপুর,গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে তালাকের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিভিত্তিক বিয়ের পর ইমামের পাহাড়ায় মসজিদের ভেতরে সহবাস করার অভিযোগ উঠেছে টেংরা

ডিবি হারুনের প্রেসিডেন্ট রিসোর্টে এনবিআরের অভিযান, নথিপত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদের পরিবারের মালিকানাধীন প্রেসিডেন্ট রিসোর্ট এন্ড এগ্রো লিমিটেডে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল

এস কে সিনহার দুদকের মামলায় প্রতিবেদনের নতুন তারিখ’

ঠিকানা টিভি ডট প্রেস: মার্কিন যুক্তরাষ্ট্রে তিনতলা বাড়ির সন্ধান পাওয়ায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ও